১৮ বছরের উর্ধ্ব বয়সীরা কি ভ্যাকসিন আদৌ পাবে?

 

১৮ বছরের উর্ধ্ব বয়সীরা কি ভ্যাকসিন আদৌ পাবে? জেনে নিন

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশ জুড়ে। তীব্র ভ্যাকসিন সংকট গোটা দেশজুড়ে। তারমাঝেই টিকাকরণ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা

করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের করোনা গ্রাফ গত কয়েকদিন সামান্য পতন হলেও আক্রান্তের সংখ্যা কিন্তু হু হু করেই বাড়ছে। হাসপাতালে কাতরাচ্ছে রোগীরা। অক্সিজেন সংকট, হাসপাতালে বেড সংকট ভয়ঙ্কর পরিস্থিতির শিকার মানুষ।

ভ্যাকসিন সংকট

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশে তীব্র ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। হাসপাতালে ভ্যাকসিনের জন্য লম্বা লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কোথাও ভ্যাকসিন মিলছে না। ভ্যাকসিন না পেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। গোটা দেশেই তীব্র ভ্যাকসিন সংকট। এর মধ্যে আবার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে।

ভ্যাকসিন নির্দেশিকা

ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে আগে করোনা টিকার সেকেন্ড ডোজের উপর গুরুত্ব দিতে হবে। তারপরে অন্যদের টিকাকরণ শুরু করতে হবে। ইতিমধ্যেই কেন্দ্র ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণে ছাড় দিলেও কিন্তু অধিকাংশ রাজ্যই সেই কর্মসূচি শুরু করতে পারেনি। তার অন্যতম একমাত্র কারণ টিকা সংকট। তাই পরিস্থিতি সামাল দিতে আগে সেকেন্ড ডোজের টিকাকরণে জোর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে।

আরও বিশদে জানতে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন



Post a Comment

0 Comments