রাজ্যে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার

 

রাজ্যে এবার ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার

তৃতীয়বারের জন্য বাংলার মূখ্যমন্ত্রী হয়েই বড়সড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন, এবার রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেছেন সাধারন মানুষ।

ব্যবসার ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে? জানতে ক্লিক করুন

সোমবার রাজভবনে রাজ্যের মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শেষে মন্ত্রীরা নবান্নে যান। সেখানে দফায় দফায় মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক হয়। এরপরই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মূখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, প্রতিটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার। আরও বলেন, সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের পড়ুয়ারা সেখানে পড়াশোনা করতে পারবে।

উজ্জ্বলা গ্রাহকদের বাঁচাতে ৫ কেজির ছোট সিলিন্ডার জানতে ক্লিক করুন

তার বক্তব্য কোনো ভাবেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গাফিলতি করা যাবে না। সেই কারণে তৃতীয়বার দায়িত্ব নিয়েই রাজ্যের প্রতিটি ব্লকে ইংরাজি মাধ্যম স্কুল তৈরির সিদ্ধান্ত নিল সরকার। দ্রুতই কাজ শুরু হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলেছিল । কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। করোনা সংক্রমণ ফের আবার বাড়তে শুরু করায় স্কুল গুলি আবার বন্ধ করতে হয়েছে।

সুতরাং মুখ্যমন্ত্রীর এই সুন্দর পদক্ষেপে উপকৃত হবেন রাজ্যের বহু গরীব পড়ুয়া, সাথে সাথে মানও উন্নত হবে শিক্ষার।

আর জানতে হলে নিচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন



Post a Comment

0 Comments