Aadhaar
Card হারিয়ে গিয়েছে ? কি করবেন আপনি?
দেশের সমস্ত নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি তথ্য ৷ এখন ব্যাঙ্কে
অ্যাকাউন্টট খোলা থেকে গ্যাসের কানেকশন সমস্ত কিছুর জন্যেই আধার কার্ড থাকা
বাধ্যতামূলক ৷ সরকারি যোজনার সুবিধা নেওয়ার জন্যেও আধার নম্বর থাকা বাধ্যতামূলক ৷
ফলে স্বাভাবিক ভাবেই আধার কার্ড হারিয়ে গেলে বেশ সমস্যায় পড়তে হতে পারে সাধারণ
মানুষকে ৷ এর জেরে আপনার ডেটা হারিয়ে যাওয়ার ও সম্ভাবনা রয়েছে ৷ তার উপর যদি
কোনও প্রতারকের হাতে আপনার আধার কার্ডে তথ্য চলে যায় তাহলে মুশকিল আরও বেড়ে যাবে
৷ আধার কার্ডের তথ্য ব্যবহার করে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে
পারবেন প্রতারকরা ৷
আধার কার্ড হোল্ডারদের ফ্রড থেকে বাঁচানোর জন্য UIDAI অনলাইন আধার লক ও
আনলক করার সুবিধা নিয়ে এসেছে ৷ এই সুবিধা ব্যবহার করলে প্রতারকরা তথ্য চুরি করে
বেআইনি কাজ করতে পারবেন না ৷ আধার কার্ড লক করার জন্য ১৬ অঙ্কের ভার্চুয়াল আইডি-র
(Virtual ID) দরকার পড়বে ৷ আপনার কাছে ভার্চুয়াল আইডি না থাকলে ১৯৪৭-এ এসএমএস
পাঠালে পেয়ে যাবেন ৷
সবার প্রথমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ১৯৪৭ এ GETOTP SMS টাইপ করে পাঠাতে হবে ৷ এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে ৷ এই ওটিপি দিয়ে LOCKUID আধার নম্বর লিখে আবারও ১৯৪৭ নম্বরে পাঠাতে হবে ৷ এরপর আপনার আধার নম্বর লক হয়ে যাবে ৷ ফলে আপনার আধার কার্ড হারিয়ে গেলেও তার তথ্য কেউ অপব্যবহার করতে পারবে না ৷
আনলক করার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে ৷ 1947 নম্বরে GETOTP লিখে স্পেস দিয়ে ভার্চুয়াল আইডি-র শেষ ৬ ডিজিট লিখে এসএমএস পাঠাতে হবে ৷ ওটিপি আসার পর ফের ১৯৪৭ নম্বরে UNLOCKUID ভার্চুয়াল আইডি-র শেষ ৬ডিজিট ও ওটিপি লিখে পাঠাতে হবে ৷ এই ভাবে আধার আনলক হয়ে যাবে
0 Comments