প্রচুর কর্মী
নিয়োগ করবে Indian Navy
বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ? চাকরি
খুঁজছেন? তবে সুখবর রয়েছে আপনার জন্য। নাবিক পদে ২৫০০ কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি (Indian Navy) কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি সমস্ত
তথ্য।
মোট শূন্যপদ – ২৫০০ (আর্টিফিসার অ্যাপ্রেন্টিস ও
এসএসআর)
আর্টিফিসার অ্যাপ্রেন্টিস নাবিক (৫০০)
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক
উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। অংক ও পদার্থবিদ্যা থাকা আবশ্যক।
বয়স- ১ ফেব্রুয়ারি ২০০১ থেকে ৩১ জুলাই
২০০৪-এর মধ্যে যাদের জন্ম, কেবল মাত্র তারাই আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি- ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে গিয়ে আবেদন করা
যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন আবেদনকারীরা।
পরবর্তীতে তা কাজে লাগতে পারে। (এই মুহূর্তে ডাকযোগে কোনও তথ্য পাঠানোর প্রয়োজন
নেই।)
আবেদনের সময়সীমা- ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা
যাবে।
নিয়োগের পদ্ধতি- লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক
পরীক্ষায় সফল হতে হবে।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য ক্লিক করুন
নাবিক (SSR)
শিক্ষাগত যোগ্যতা – গণিত, পদার্থবিদ্যার পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তরে রসায়ন, জীববিদ্যা,
কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনও একটি বিষয় থাকলেই আবেদন করা যাবে।
বয়স- জন্ম যদি ১ ফেব্রুয়ারি ২০০১ থেকে ৩১
জুলাই ২০০৪-এর মধ্যে হয় তবেই আবেদন করা যাবে।
আবেদনের পদ্ধতি- ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে
একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন আবেদনকারীরা। পরবর্তীতে তা কাজে লাগতে পারে। (এই
মুহূর্তে ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই। আবেদন করার আগে ইন্ডিয়ান নেভির
ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে খুঁটিনাটি সমস্ত তথ্য)
আবেদনের সময়সীমা-আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।
নিয়োগের পদ্ধতি- লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক
পরীক্ষায় সফল হতে হবে।
জানা গিয়েছে, মোট আবেদনকারীর মধ্যে ১০০০০ জন পরীক্ষায়
অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাঁদের মধ্যে বেছে নেওয়া হবে ২৫০০ জনকে।
0 Comments