কোভিডকালে ফের বিনামূল্যে রেশন

কোভিডকালে ফের বিনামূল্যে রেশন, ঘোষণা কেন্দ্রীয় সরকারের

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ফের বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আবারও বিনামূল্যে রেশন দেওয়া হবে দেশবাসীকে। আগামী মে ও জুন মাস ধরে বিনামূল্যে রেশন পাবেন প্রায় ৮০ কোটি মানুষ। মাথাপিছু ৫ কেজি করে রেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার আওতায় এই বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

এই প্রকল্পে কেন্দ্রের খরচ হবে মোট ২৬ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, করনো মোকাবিলায় গতবছরই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য বিনামূল্যে রেশন ঘোষণা করেছিলেন। সেইমতো জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী।

করোনা এবং লকডাউনের ফলে দেশের দরিদ্রসীমার নীচে থাকা মানুষ প্রবল সংকটের মুখে পড়েছে। গত বছর মার্চ থেকেই গরিব কল্যাণ প্যাকেজের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় মোট ৮১ কোটি ব্যক্তিকে এই সময়ে পাঁচ কেজি করে চাল ও গম সরবরাহ করা হয়। এই যোজনা গত নভেম্বর মাস পর্যন্ত চলেছিল। পরে অবশ্য করোনার প্রকোপ কমে যাওয়ায় যোজনা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দেশ জেরবার। ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে কয়েকটি রাজ্য। সেই কারণেই আবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।



Post a Comment

0 Comments