১৮ বছরের বেশি
বয়সীদের নাম নথিভুক্তকরণের তোড়জোড়, গুজব রুখতে স্বাস্থ্যমন্ত্রকের পদক্ষেপ
প্রতিদিনই করোনা ভাইরাসের (Corona Second Wave)
আক্রান্ত হওয়ার ঘটনা সবাইকে চমকে দিচ্ছে ৷ বিপুল সংখ্যায় করোনা আক্রান্তের
সংখ্যা ক্রমশই বাড়ছে ৷ প্রতিদিন পুরনো আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছেন নতুন
আক্রান্তের সংখ্যা ৷ এই বিষয়টিকে দেখতেই কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে
৷ আগামী ১ মে ২০২১ (May 01, 2021) থেকে ১৮ বছরের উপরে যাঁদের বয়স তাঁরা করোনা
ভ্যাকসিন নিতে পারেন ৷
এরজন্য CoWIN App অথবা আরোগ্য সেতু অ্যাপে
রেজিস্ট্রেশন করতে হবে ৷ নাম নতিভুক্তকরণ নিয়ে একটি বিষয় সোশ্যাল মিডিয়ায়
ছড়িয়ে পড়েছে সেটি হল ৷ যেখানে ২৪ এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকেই নাম
নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তবে সত্যতা বলছে অন্য কথা ৷
সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে ১৮ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের নাম নথিভুক্তকরণের বিষয়ে গুজব রটছে ৷ যেখানে ২৪ এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকেই নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ৷
১৮ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের নাম নথিভুক্তকরণের
বিষয়ে গুজব রটছে ৷ যেখানে ২৪ এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকেই নাম নথিভুক্তকরণের
প্রক্রিয়া শুরু হয়েছে এটি ঠিক তথ্য নয় আগামী ২৮ এপ্রিল থেকেই প্রক্রিয়া শুরু
হবে ৷ এরজন্য CoWIN App অথবা আরোগ্য সেতু অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে ৷
0 Comments