রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্রাহকদের ৫০ লক্ষ টাকার বিশেষ লাভ

রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্রাহকদের ৫০ লক্ষ টাকার বিশেষ লাভ!

কীভাবে পেতে পারেন এই সুবিধা?

ü  শুধুমাত্র রান্নার গ্যাসের (LPG) সংযোগ ফলে গ্যাস বুক করলেই একটি সিলিন্ডারের দাম দিয়ে কেনার সুযোগ থাকে ৷ এর থেকেও বড় সুবিধা হল রান্নার গ্যাসের সংযোগ থাকলে বেশ সুবিধাও পাওয়া যায় ৷

ü  যেমন সংস্থার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকার ইনসিওরেন্স বা বিমার প্রাপ্তির সুযোগও থাকে ৷ বিমার সংস্থার সঙ্গে পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থাগুলির চুক্তি থাকে ৷ বর্তমানে হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindustan Petrolium), ইন্ডিয়ান অয়েল (Indian Oil), ভারত পেট্রোলিয়ামের (Bharat Petrolium) সঙ্গে চুক্তি করা হয়েছে আইসিআইসিআই লোম্বার্ডের (ICICI Lombard) সঙ্গে ৷

ü  রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Cylinder) সঙ্গে ৫০ লক্ষ টাকা দাবি কেমন করে করা যেতে পারে ৷

ü  মাই এলপিজি.ইন (http://mylpg.in)-এর অন্তর্গত কোনও ব্যক্তি যদি রান্নার গ্যাসের (LPG Cylinder) সংযোগ নিয়ে থাকেন যদি তাঁর বাড়িতে কোনও দুর্ঘটনা হয়ে তাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমার দাবিদার হতে পারেন ৷

ü  একটি দুর্ঘটনায় সর্বাধিক ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পেতে পারেন ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাথাপিছু ১০ লক্ষ টাকা সর্বাধিক দেওয়া যেতে পারে ৷

ü  এলপিজি সিলিন্ডার থেকে দুর্ঘটনা হলে এবং সেটির বিমার লাভ পেতে গলেরে নিকটবর্তী থানায় ও এলপিজি সরবরাহকারী এজেন্সিকে জানাতে হবে ৷

ü  পাবলিক সেক্টর ইউনিট বা পিএসইউ তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল, এইচপিসি, বা বিসিপি মাধ্যমে দুর্ঘটনা বিমার পলিসি নথিভুক্ত করাতে হয় ৷

ü  কোনও ব্যক্তিগত গ্রাহকের নামে বিমাটি হয়না, প্রতিটি গ্রাহকই পলিসির দাবিদার, এরজন্য কোনও প্রিমিয়াম দিতে হয়না ৷

ü  এফআইআর কপির সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির চিকিৎসার কাগজপত্র যদি মৃত্যু হয় মৃত ব্যক্তির ময়না তদন্তের রিপোর্ট বা মৃত্যুর প্রমাণপত্র সামলে রাখতে হবে ৷

ü  দুর্ঘটনা হলে সমস্ত প্রমাণপত্র সহ বিমার জন্য কাগজপত্র জমা দিতে হবে সেই সমস্ত অর্থ পৌঁছে যাবে গ্রাহকদের বা তাঁর পরিবারের সদস্যদের কাছে পৌঁছে যাবে ৷




Post a Comment

0 Comments