BECIL-এ প্রচুর চাকরির সুযোগ

 

স্নাতক হলেই প্রচুর চাকরির সুযোগ BECIL-এ

প্রচুর লোক নিচ্ছে BECIL (Broadcast Engineering Consultants India Limited)। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন বিস্তারিত।

মোট শূন্যপদ – ৪৬৩

ইনভেস্টিগেটর- ৩০০, সুপারভাইজার- ৫০, সিস্টেম অ্যানালিস্ট- ৪, সিনিয়র ডোমেন এক্সপার্ট-২৯, জুনিয়র ডোমেন এক্সপার্ট- ৪১, আপার ডিভিশন ক্লাক্স- ৪, এসএমই- ৭, ইয়ং প্রফেশনালস- ১০

শিক্ষাগত যোগত্যা- স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংকে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে একটি রেজিস্ট্রশন স্লিপ পাওয়া যাবে। পরবর্তীকালে তা প্রয়োজন পড়তে পারে। (কোনও নথি ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই।)

আবেদনের ফি – আবেদনকারীদের ফি হিসেবে জমা দিতে হবে ৯৫৫ টাকা। তবে তফশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে জমা দিতে ৬৭০ টাকা। (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং পদ্ধতিতে টাকা দেওয়া যাবে।)

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ – ২২.০৪.২০২১

নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে বেঙ্গালুরু, পুণে, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পাটনা, গুয়াহাটি, কানপুর/লখনউ।





Post a Comment

0 Comments