Google Maps এর
নতুন ফিচার, রাস্তা এঁকে নামকরণও করা যাবে
এবার আরও আকর্ষণীয় গুগল ম্যাপ (Google Map) ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এল টেক জায়েন্ট গুগল (Google) । যেখানে ম্যাপে নেই এমন কোনো রাস্তা এঁকে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা মিলবে নতুন এই ফিচারে।
গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এই ফিচার
'ড্রয়িং' (Drawing) অপশন হিসেবে থাকবে যা একেবারে মাইক্রোসফ্ট পেইন্টের লাইন টুলের
মতো। সংস্থা জানিয়েছে, আগামী মাসেই কমপক্ষে ৮০টি দেশে এই ফিচার চলে আসবে । ম্যাপে
রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই
রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে হবে। মানুষের
সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে গুগল।
তবে এক্ষেত্রে গুগলের তরফে বেশকিছু গাইডলাইনস্ মেনে
চলতে হবে ইউজারদের । আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল।
ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি
রাস্তা সংযোগ করার পর তা ৭ দিন ধরে রিভিউ করবে গুগল। পাশাপাশি, 'ফটো আপডেটস্'
(Photo Updates) নামে আরও একটি নতুন ফিচার আনতে চলেছে গুগল। এই ফিচারে যেকোন
স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট করে রিভিউও লেখা যাবে।
0 Comments