৫ টাকায় খাবার | রেশনে সস্তায় ডাল-নুন-চিনি

 

অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকায় খাবার, রেশনে সস্তায় ডাল-নুন-চিনি

করোনাকালে সময় শ্রমজীবী ক্যান্টিন খুলেছিল বামেরা। ভোটের ঠিক আগে 'মা' প্রকল্পের সূচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে ৫ টাকায় দুবেলা খাবার দেওয়া হচ্ছে। সেই ধাঁচেই রবিবার অমিত শাহ ঘোষণা করলেন, রাজ্যেজুড়ে তৈরি হবে অন্নপূর্ণা ক্যান্টিন। দিনে তিনবার ৫টাকায় পাওয়া যাবে খাবার। এর পাশাপাশি রেশন চাল, গমের সঙ্গে থাকছে ন্যূনতম দামে ডাল, চিনি ও লবণ।  

বিজেপির সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ জানান,'রাজ্যজুড়ে অন্নপূর্ণা ক্যান্টিন খোলা হবে। দিনে তিন বার ৫ টাকা মিলবে খাবার।' তৃতীয়বার ক্ষমতায় ফিরলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সংকল্পপত্রে গণবণ্টন ব্যবস্থায় ন্যূনতম মূল্যে ডাল-নুন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংকল্পপত্রে বলা হয়েছে, পিডিএসকে সার্বজনীন করে সমস্ত নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। যোগ্য পিডিএস সুবিধাভোগীদের জন্য ভর্তুকিযুক্ত রেশন। চাল বা গম প্রতি কেজি ১ টাকা। ৩০ টাকা কেজিতে ডাল। লবণ প্রতি কেজি ৩ টাকা। এবং চিনি প্রতি কেজি ৫ টাকায়।

 বাংলার মহিলাদের মন জয়ে চেষ্টার ত্রুটি রাখল না বিজেপি। সংকল্পপত্রে মহিলাদের জন্য রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পড়াশুনোর সংকল্প নিয়েছে গেরুয়া শিবির।  (১) রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ 

(২) প্রাথমিক থেকে স্নাতকোত্তর (কেজি থেকে পিজি) অবধি সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা 

(৩) সমস্ত মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, যার মধ্যে ওপিডি ও উন্নত চিকিৎসা 

(৪) সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে সকল পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত।

(৫) মিশন আত্মনির্ভর মহিলা - মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলির জন্য ৫,০০০ কোটি বরাদ্দ। 

(৬) বালিকা আলো - মেয়েদের অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা এবং ১৮ বছর বয়সে ২ লক্ষ প্রদান।

(৭) বিধবা ভাতা  প্রতি মাসে ১,০০০ থেকে বাড়িয়ে ৩,০০০।

(৮) রাজ্য পুলিশে ৯টি মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠন এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন।

 


Post a Comment

0 Comments