আধার ও প্যান লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা

 

৩১ মার্চের আগে আধার ও প্যান লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা

নিয়ম অনুযায়ী, এখন আইটি রিটার্ন দাখিল করার সময় প্যান নম্বরের পাশাপাশি এখন আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ এর আগে প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সময় ৩০ জুন ২০২০ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত করা হয়েছিল ৷ ৩১ মার্চের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা ৷ পাশাপাশি ১ এপ্রিল ২০২১ থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে প্যান কার্ড ৷

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করালে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে প্যান নম্বর ৷ এর পাশাপাশি আয়কর নিয়ম অনুযায়ী, ধারা ২৭২ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে ৷ প্যান ও আধার লিঙ্ক করা অত্যন্ত সহজ ৷ এর জন্য আয়কর বিভাগের ওয়েবসাইটে www.incometaxindiaefiling.gov.in যেতে হবে ৷

প্যান কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, খুব সহজেই লিঙ্ক করতে পারবেন।



à
এছাড়া 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠিয়েও লিঙ্ক করা যেতে পারে প্যান ও আধার ৷ UIDAI PAN (১২ ডিজিটের আধার নম্বর ) স্পেস ও ১০ ডিজিটের প্যান নম্বর লিখে পাঠাতে হবে নম্বরে ৷

Post a Comment

0 Comments