রান্নার গ্যাস সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে সরকার

 

সাধারণের জন্য বড় সুখবর!

রান্নার গ্যাস সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে সরকার

সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদি সরকারের ৷ এলপিজি সিলিন্ডার নিয়ে নিয়ম বদলাচ্ছে কেন্দ্র সরকার ৷ নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা এবার একজন ডিলারের বদলে তিনজন ডিলারের থেকে গ্যাস বুকিং করতে পারবেন ৷ অর্থাৎ এবার থেকে নিকটবর্তী যে কোনও গ্যাস ডিলার থেকে সিলিন্ডার নিতে পারবেন গ্রাহকরা ৷ অনেক সময়ই দেখা গিয়েছে সময় মতো সিলিন্ডার ডেলিভারি না পাওয়ায় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের ৷ তবে নতুন নিয়মে বেশ অনেকটাই সুবিধা হবে গ্রাহক এবং ডিলারদের ৷

অয়েল সেক্রেটারি তরুণ কাপুর জানিয়েছেন, সরকার রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, সামান্য কয়েকটি ডকুমেন্টের মাধ্যমেই পেয়ে যাবেন এলপিজি কানেকশন ৷ পাশাপাশি নতুন নিয়মে ঠিকানার প্রমান পত্র ছাড়া কানেকশন দেওয়ার যোজনা তৈরি করা হচ্ছে ৷ তিনি জানান, এলপিজি কানেকশন নেওয়ার জন্য ঠিকানার প্রমান দেওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু গ্রামীণ এলাকায় ঠিকানার প্রমান পত্র তৈরি করতে সমস্যায় পড়তে হয় মানুষকে

এর পাশাপাশি আগামী ২ বছরে প্রায় এক কোটি মানুষকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার যোজনা তৈরি করছে সরকার ৷ গত ৪ বছরে ৮ কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে ৷ এবছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দেশের ১ কোটি মানুষকে এলপিজি কানেকশন বিনামূল্যে দেওয়া হবে ৷

ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে আগে গ্যাস বুকিংয়ের জন্য দেশের বিভিন্ন সার্কেলের জন্য আলাদা আলাদা নম্বর ছিল ৷ তবে এবার থেকে গ্যাস বুকিংয়ের জন্য গোটা দেশের ইন্ডেন গ্রাহকদের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ 7718955555 নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়ে গ্যাস বুকিং করা যাবে ৷



Post a Comment

0 Comments