ফের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ
ভোটের ঘোষণা হয়ে গেলেও ফের ভোটার তালিকায় নাম তোলার
সুযোগ দিল নির্বাচন কমিশন। আবেদন করলে ভোটার তালিকায় নাম উঠতে পারে। কমিশনের পক্ষ
থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ভোটার তালিকায়
নাম তুলতে হলে এখনও আবেদন করা যাবে।
(১) প্রথম দফায় যাঁরা ভোট দেবেন, তাঁরা যদি ২৮
ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করেন, তাহলে তাঁদের
আবেদন মঞ্জুর করা হবে।
(২) দ্বিতীয় দফায় যাঁদের ভোট রয়েছে তাঁরা ৩ মার্চ বুধবার পর্যন্ত আবেদন করতে পারবেন।
(৩) তৃতীয় দফায় যাঁরা ভোট দেবেন, তাঁরা ১০
মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
(৪) চতুর্থ দফায় যাঁরা ভোট দেবেন তাঁরা ১৪ মার্চ
পর্যন্ত আবেদন করতে পারবেন।
(৫) পঞ্চম দফায় যাঁদের ভোট তাঁদের ভোটার তালিকায় নাম
তোলার জন্য আবেদন করার জন্য শেষ সময়সীমা হল ২১ মার্চ।
(৬) ষষ্ঠ দফায় আবেদনের শেষ দিন হল ২৫ মার্চ।
(৭) আর সপ্তম ও অষ্টম দফার জন্য নাম তুলতে গেলে ২৯
মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। সেইসব আবেদন খতিয়ে দেখে ভোটার তালিকায় নাম তোলা হবে
এবং তাঁরা এবারের ভোটের ভোট দিতে পারবেন।
0 Comments