শুরু হবে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প

বাড়িতে পৌঁছে যাবে চাল-গম! 'দুয়ারে রেশন'

রেশন দুর্নীতির অভিযোগে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে তৃণমূল সরকারকে৷ এবার সেই রেশনকে অস্ত্র করেই ইস্তেহারে বড় চমক দিতে চলেছে শাসক দল। সূত্রের খবর, এবার ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিতে চলেছে রাজ্যের শাসক দল৷ যার উদ্দেশ্য , রেশন তুলতে গ্রাহকদের আর কার্ড হাতে দোকানে যেতে হবে না৷ বরং বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকারই৷

নন্দীগ্রাম দিবসের দিনই তৃণমূলের ইস্তেহার প্রকাশ হওয়ার কথা৷ প্রার্থী তালিকার মতোই ইস্তেহারেও একগুচ্ছ চমক দিতে চলেছে শাসক দল৷ তার মধ্যে অন্যতম বড় প্রতিশ্রুতি হতে চলেছে এই দুয়ারে রেশন প্রকল্প৷

আমফান পরবর্তী সময় থেকেই বেশি করে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে৷ যা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক দল৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তৃতীয় বার ক্ষমতায় এলে আজীবন বিনামূল্যে রেশন পরিষেবা দেবে তাঁর সরকার৷ এবার বাড়ি দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটের লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল৷




Post a Comment

0 Comments