চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়

 

মাধ্যমিক উত্তীর্ণ? চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়

আপনি মাধ্যমিক পাশ? উত্তর ২৪ পরগনার বাসিন্দা? তবে চাকরি পেতেন পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়। আবেদনের শেষ তারিখ ২২ মার্চ।

মোট শূন্যপদ – ০৫

অ্যাটেন্ডেন্ট
শূন্যপদ –
 ০১

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এই পদে। তবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদনের বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি, উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা পাবেন ৫ বছর ছাড়।)

বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।


নিরাপত্তারক্ষী

শূন্যপদ – ০১

শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। স্থানীয় ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।

আবেদনকারীর বয়স – আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা ৫ বছর ছাড় পাবেন ।)

বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।


ফ্যাকাল্টি
শূন্যপদ –
 ০১

শিক্ষাগত যোগ্যতা – স্নাতক পাশরা আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা ৫ বছর ছাড় পাবেন ।)

বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।


অফিস অ্যাটেন্ডেন্ট
শূন্যপদ – ০২
শিক্ষাগত যোগ্যতা –
 স্নাতক ডিগ্রি ছাড়াও আবেদনকারীর কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।

আবেদনকারীর বয়স- ১ জানুয়ারি ২০২১-এ আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা ৫ বছর ছাড় পাবেন।)

বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।

 

নিয়োগের পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারীরা ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (www.bankofindia.co.in) পরীক্ষায় স্থান ও সময় জানতে পারবেন।

আবেদনের পদ্ধতি বায়োডাটার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, অভিজ্ঞতার নথি পাঠাতে হবে (The Zonal Manager, Bank of India, Zonal Office Kolkata, Agriculuture Finance & Financial Inclusion Department, 6th Floor,5, B.T.M Sarani, Kolkata – 700001) এই ঠিকানায়। ২২ তারিখের মধ্যে।

** সমস্ত নথি একটি খামে ভরে উপরিউক্ত ঠিকানায় পাঠাতে হবে। উপরে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF _____ IN RSETI- BARASAT”।

ফর্ম ডাউনলোড করুন এই লিঙ্কে ক্লিক করে

নোটিফিকেশন দেখুন এই লিঙ্কে ক্লিক করে



Post a Comment

0 Comments