আরবিআই (RBI) বেসরকারিকরণের পথে | RBI Privatisation

 

আরবিআই (RBI) বেসরকারিকরণের পথে কেন্দ্র

এবারের বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু কোন দু’টি ব্যাঙ্ক বেসরকারিকরণ হবে, তা তিনি জানাননি। রবিবার সীতারামন বলেন, এই ব্যাপারে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করছি। তারপরই জানানো হবে ব্যাঙ্কের পরিবর্তিত নাম।

তবে রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি, ব্যাঙ্কগুলি আরও বেশি মাত্রায় ঋণদানের ক্ষেত্রে অগ্রসর হবে বলেই এদিন ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, করোনা সংক্রমণের গোড়ার দিকে ব্যাঙ্কগুলি ঝুঁকি নিতে সাহস পাচ্ছিল না। কিন্তু এখন সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটেছে। এখন দিনে দিনে ব্যাঙ্কগুলি ঝুঁকি নিতে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাঙ্কগুলিতে এখনও পেশাদারিত্বের যথেষ্ট অভাব রয়ে গিয়েছে। এই সমস্যা যাতে কাটানো যায়, তার জন্য উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ আমরা ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিতে নিয়ে যাচ্ছি। এতে ব্যাঙ্কগুলির আর্থিক বোঝা হাল্কা হবে। কিন্তু যেভাবে ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ বেড়েছে, তা আসলে অতীতের ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। সঠিকভাবে ব্যাঙ্কিং ব্যবস্থা পরিচালনা করতে না পারায় অনুৎপাদক সম্পদ বেড়েছে।



Post a Comment

0 Comments