ফের রান্নার
গ্যাসের দাম বাড়ল
আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। সংসার চালাতে আরও হিমশিম
খাবে মধ্যবিত্ত। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু বাড়ল ২৫ টাকা বাড়ল। কলকাতায়
ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম ৭৪৫টাকা।
অন্যদিকে, পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাকি শাক-সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাজেটের পর বাজারের আগুন দাম নিয়ে হেঁশেল টানতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
ভারতে তেল এবং গ্যাসের দাম নির্ধারণ করে ৪টি
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম
এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড। এদিন নতুন দাম জানিয়েছে, তেল সংস্থারা। যাতে দেখা যাচ্ছে
২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এবং গ্যাসের
দামের উপর নির্ভর করে ভারতের বাজারে এলপিজি-র (LPG) দাম নির্ধারিত হয়।
১৪.২
কেজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৭১৯ টাকা। চেন্নাইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের
দাম ৭৩৫ টাকা। সর্বশেষ কলকাতায়
ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম ৭৪৫টাকা।
বিস্তারিত
জানুন নিচের ভিডিও থেকে
0 Comments