আরও শীতে জাঁকিয়ে
ঠান্ডায় কাঁপবে বঙ্গ
ঠকঠক করছে
কাঁপছে বঙ্গের মানুষ। দীর্ঘমেয়াদী শীতে তটস্ত। আবহাওয়া দফতর থেকে জানিয়েছে ২০২১
শীতের লম্বা দৌড়। এখনই বিদায় নিচ্ছে না শীত। উত্তরবঙ্গে শুরু হয়েছে তুষারপাত। বলা
যায়, শেষ বেলায় জমিয়ে ব্যাটিং করছে শীত। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে
থাকায় হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি রাজ্যে। বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ বইবে।
উত্তরবঙ্গে কিছু এলাকায় ঘন কুয়াশা থাকলেও রাজ্যের অন্যত্র হালকা মাঝারি কুয়াশা
পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কাল থেকে সামান্য বাড়বে তাপমাত্রা।
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়, হতে পারে তুষারপাত। তারপরই ফের নামবে পারদ। রবি-সোমবার নাগাদ আরও একদফা নামবে পারদ। শীতের আরও একটা জবুথবু স্পেল বাংলায়। কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯%।
0 Comments