পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি

উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি

দেশজুড়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। পিওন পদে লোক নেওয়া হচ্ছে। নিয়োগ হবে কলকাতা সার্কেলেও

কলকাতা ও উত্তর ২৪ পরগণা সার্কেলে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পিওন পদে ২৭ জনকে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায়ই উত্তীর্ণরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারেন। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ। অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে।

বিস্তারিত তথ্য

পদের নামপাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন (Peon) পদ


নিয়োগকলকাতা ও উত্তর ২৪ পরগনা সার্কেলে ২৭ জন (জেনারেল-১২, ওবিসি-৯, এসসি-৫, এসটি-১)


শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পাস। গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে না।


বয়স১ জানুয়ারি ২০২১-এ ১৮ থেকে ২৪ বছর। (এসসি-এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছরের ছাড়)


অন্যান্য যোগ্যতারাজ্যের ও শূন্যপদ যে জেলার সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।


বেতন১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা

অ্যাপ্লিকেশান ফি– আবেদন করতে কোনও টাকা লাগবে না।


আবেদন করতে হবেঅফিসিয়ালওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেটি ফিল-আপ করে ও যাবতীয় প্রয়োজনীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা নর্থ সার্কেলের অফিসে।

যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে- Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan -713103.

আবেদন পাঠানোর শেষ তারিখ- ৫ই মার্চ ২০২১ (5/3/2021)

অফিসিয়াল নোটিশ পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

আবেদন ফর্ম ডাউনলোড করার জন্য ক্লিক করুন





Post a Comment

0 Comments