তিন ধরনের ভোটার বাড়িতে বসে পোস্টাল
ব্যালটে ভোট দিতে পারবেন
তিন ধরনের ভোটার চাইলে এবার বাড়িতে বসে পোস্টাল
ব্যালটে ভোট দিতে পারবেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই নতুন
ব্যবস্থা গ্রহণ করেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো
হয়েছে। ওই তিন ধরনের ভোটার হলেন ৮০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, বিশেষ চাহিদা
সম্পন্ন ব্যক্তি এবং করোনা আক্রান্ত বা করোনা হয়েছে এমন ভোটার।
ওই তিন ধরনের ভোটারদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের
মাধ্যমে তাঁদের বিধানসভার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২(ডি) নম্বর ফর্মের
মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদনপত্র নির্বাচন ঘোষণার দিন থেকে বিজ্ঞপ্তির
পাঁচদিন পর পর্যন্ত দেওয়া যাবে। কোনও ব্যক্তি যদি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে
ভর্তি থাকেন সেক্ষেত্রেও তিনি রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের জন্য
আবেদন করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের ক্ষেত্রে ফর্ম ১২(ডি)তে
আবেদনপত্রের সঙ্গে তিনি যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তার শংসাপত্রের কপি জমা
দিতে হবে। ৮০ বছরের ঊর্ধ্বে হলে বয়সের প্রমাণপত্র
এবং করোনা আক্রান্ত হলে চিকিৎসার প্রমাণপত্র সহ আবেদন করতে হবে।
এই ধরনের ভোটারের ক্ষেত্রে বুথ লেভেল অফিসার (বিএলও) ভোটারের বাড়ি গিয়ে ১২(ডি) ফর্ম দিয়ে আসবেন। বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচদিনের মধ্যে পূরণ করা ফর্ম বুথকর্মী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এসে জমা দেবেন। নির্বাচনের আগেরদিন পর্যন্ত আধিকারিকরা আবেদনকারী এই তিন ধরনের ভোটারদের বাড়ি গিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জমা দেবেন। সমগ্র প্রক্রিয়াটি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে করবার জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এই প্রক্রিয়ায় ভোটারদের ভোটদানের গোপনীয়তা বা নিরাপত্তা কতটা ঠিক থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘাটাল মহকুমার নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার সময় একটি করে গ্লাভস দেওয়া হবে। ভোট কেন্দ্রে প্রবেশের সময় ভোটারের শরীরের তাপমাত্রা মাপা হবে। যদি তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়, তাহলে ভোটদানের শেষ ঘণ্টায় তাঁকে ভোটদানের ব্যবস্থা করে দেওয়া হবে।
প্রত্যেক ভোট কেন্দ্রে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ভোটকর্মীদের পিপিই কিটের ব্যবস্থা থাকবে। করোনা পরিস্থিতিতে আধিকারিকদের সুরক্ষার জন্য নির্বাচন কমিশন আরও কিছু ব্যবস্থা নিয়েছে। ভোটদানের আগে প্রতিটি ভোটকেন্দ্র স্যানিটাইজ করা হবে। নমিনেশনের সময় প্রার্থীর সঙ্গে কেবল দুজন থাকতে পারবেন। করোনা বিধি নিশ্চিত করতে স্বাস্থ্যদপ্তর থেকে প্রতিটি বিধানসভার জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীকে পর্যাপ্ত স্যানিটাইজার দেওয়া হবে।
0 Comments