১৬ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা


শীতে কাঁপছে রাজ্য, ১৬ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

রাজ্যের ১৬টি জেলায় আজও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। গতকালই ছিল মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র ৩ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, গোটা রাজ্যই এখন আগামী কদিন শীতে কাঁপবে।

তবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার থেকে।

রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।



Post a Comment

0 Comments