বার্ধক্য এবং বিধবা ভাতার আওতায় আরও ১৬ লক্ষ
‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আবেদন করে রাজ্যে ১৬ লক্ষ বয়স্ক নাগরিক বার্ধক্য ও
বিধবাভাতার আওতায় এলেন। বার্ধক্যভাতা প্রকল্পে ১২ লক্ষ এবং বিধবাভাতা স্কিমে আরও
চার লক্ষ নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। প্রতি মাসে ওই ১৬ লক্ষ উপভোক্তা এক
হাজার টাকা করে পেনশন পাবেন। ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের অ্যাকাউন্টে হাজার টাকা
করে পাঠানো শুরু হয়েছে। আগে রাজ্যে মোট ৭ লক্ষ ১০ হাজার ২২১ জন বার্ধক্য ও
বিধবাভাতা পেতেন। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৩ লক্ষ
১০হাজার ২১১।
গত ১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। ফেব্রুয়ারি
মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ওই ক্যাম্প চলে। সেখানে স্বাস্থ্যসাথী থেকে কাস্ট
সার্টফিকেট, খাদ্যসাথী, পেনশন স্কিম, ১০০ দিনের জবকার্ডের জন্য লক্ষ লক্ষ আবেদন
জমা পড়ে। লক্ষ লক্ষ মানুষ সরকারি পরিষেবার আওতায় এসেছেন।
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে আমাদের জেলায় বার্ধক্য ও বিধবাভাতা স্কিমে আরও ১ লক্ষ ৮০হাজার নাম নথিভুক্ত হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই তাঁদের অ্যাকাউন্টে হাজার টাকা করে ঢুকছে।
0 Comments