আকাশছোঁয়া রান্নার গ্যাস

সেঞ্চুরির পথে পেট্রোল ও আকাশছোঁয়া রান্নার গ্যাস

একদিকে পেট্রল-ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাস। রবিবারও পেট্রলের দাম বেড়েছে ২৯ পয়সা প্রতি লিটার । ডিজেলের ৩২ পয়সা প্রতি লিটার। এই নিয়ে টানা ছ’দিন দাম বাড়ল জ্বালানি তেলের। এদিনের দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রলের দাম ২৮ পয়সা বেড়ে এই প্রথম ৯০.০১ টাকায় প্রতি লিটার পৌঁছল। ৩২ পয়সা বেড়ে ডিজেল হয়েছে ৮২.৬৫ টাকা প্রতি লিটার ।

পাশাপাশি, আজ, ১৫ ফেব্রুয়ারি সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কলকাতায় আরও ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। এর ফলে আজ থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের বাজারদর হবে ৭৯৫.৫ টাকা। তবে বাণিজ্যিক অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম সাড়ে ৯.৫ টাকা কমছে। আজ থেকে এই সিলিন্ডারগুলির দাম হবে ১৫৮৯ টাকা। এই নিয়ে চলতি মাসে তিনবার রান্নার গ্যাসের দাম ঘোষণা করল কেন্দ্র। তবে গ্যাসের দাম বাড়লেও ভর্তুকির অঙ্ক বাড়ছে না। গতকালই পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জ্বালানির দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য তেল উৎপাদনকারী দেশগুলিকে কাঠগড়ায় তুলেছিলেন।




Post a Comment

0 Comments