১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল

১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে। তবে স্কুল খোলা ও ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমতি লাগবে। স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলা হবে। যদিও এখনই ছোটদের ক্লাস নয়।  এমনটা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।

একইসঙ্গে তিনি আরও বলেন, কলেজ খোলা নিয়ে আগামিকাল উপাচার্যদের সঙ্গে বৈঠক রয়েছে। এদিন তিনি আরও জানান যে, রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে কোভিড প্রোটোকল মেনে স্যানিটাইজেশনের কাজ চলছে। বেসরকারি স্কুলের বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু উল্লেখ করেননি শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, অতিমারী করোনার কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ স্কুলে পঠনপাঠন। গত মার্চ মাসে লকডাউন শুরুর সময় থেকেই বন্ধ রয়েছে স্কুলগুলি। 

আনলক পর্বে বেশ কয়েকবার স্কুল খোলার বিষয়ে কথা হলেও, তা কার্যকর হয়নি। অন্য রাজ্যগুলিতে স্কুল চালু হলেও পশ্চিমবঙ্গে তা হয়নি। পড়ুয়া থেকে অভিভাবক, সবারই মনে একটাই প্রশ্ন ছিল যে, স্কুল কবে খুলবে? শিক্ষামন্ত্রীর কথায়, স্কুল খোলার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না সরকার। কারণ, এক্ষেত্রে সাবধানতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ভাবনাচিন্তা চলছে ১২ তারিখ থেকে স্কুল খোলার বিষয়ে। 





Post a Comment

0 Comments