আখ চাষিদের সহায়তায় ৩,৫০০ কোটি টাকার সহায়তা

আখ চাষিদের সহায়তায় ৩,৫০০ কোটি টাকা সহায়তা করবে কেন্দ্র

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে আখ চাষিদের সহায়তায় ৩,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

বর্তমানে দেশে প্রায় ৫ কোটি আখ চাষি এবং তাদের ওপর নির্ভরশীল বহু মানুষ রয়েছেন। এছাড়াও বিভিন্ন চিনি কলে ও অনুসারি শিল্পে আরও ৫ লক্ষ কর্মচারী কাজ করেন- যাঁদের জীবিকা চিনি শিল্পের ওপর নির্ভরশীল।  

কৃষকরা চিনি কলে তাঁদের আখ বিক্রি করেন। কিন্তু চিনি কলগুলিতে বাড়তি চিনি থাকায় কৃষকরা তাঁদের ন্যায্য মূল্য সঠিক সময়ে পাননা। এই সমস্যার সমাধানে বাড়তি চিনি কারখানা থেকে বাইরে নিয়ে আসার কাজে সরকারের এই উদ্যোগ সাহায্য করে। এর ফলে আখ চাষিরা তাদের ন্যায্য মূল্য সঠিক সময় পান। সরকার এই খাতে ৩,৫০০ কোটি টাকা ব্যয় করবে। এই অর্থ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। চিনি কলগুলির এই প্রক্রিয়ায় কোনও অর্থ বকেয়া থাকলে সেই অর্থ সংশ্লিষ্ট কারখানার অ্যাকাউন্টে জমা হবে।  

ভর্তুকির এই উদ্যোগের ফলে চিনি বাজারজাত করা, প্রক্রিয়াকরণের ব্যয় এবং ২০২০-২১ চিনি বিপণন মরশুমে কারখানাগুলির জন্য বরাদ্দকৃত সর্বোচ্চ রপ্তানির কোটা অনুযায়ী ৬০ লক্ষ মেট্রিক টন চিনি রপ্তানিতে পণ্য পরিবহণে সাহায্য করা হবে। 

Post a Comment

0 Comments