মঙ্গলবার থেকে বাড়ছে লোকালের সংখ্যা

মঙ্গলবার থেকে এক ধাক্কায় বাড়ছে লোকালের সংখ্যা

এখনও আয়ত্তে আসেনি করোনা। ক্রমশ সংক্রমণ হয়েই চলেছে। আর এরই মধ্যে চালু হয়েছে লোকাল পরিষেবা। গত সাত মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল লোকাল। কিন্তু করোনাকে ভয় পেয়েই পেটের তাগিদে রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে। বহু দূর এলাকা থেকে মানুষকে কাজে আসতে হচ্ছে শহর এবং শহরতলিতে। কিন্তু লোকাল ট্রেন চালু না হওয়ার কারণে ক্রমশ ক্ষোভ বাড়তেই ছিল।

বিভিন্ন স্টেশনে শুরু হয় যাত্রী বিক্ষোভ। এই অবস্থায় লোকাল শুরু করতে উদ্যোগ নেয় রাজ্য। রেলের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে শুরু হয়েছে পরিষেবা। লোকাল চালু হতেই ক্রমশ বাড়তে শুরু করেছে যাত্রীদের ভিড়। আর সে কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে বাড়তি ১৪ টি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল।

সাতটি ট্রেন চলবে আপ লাইনে। বাকি সাতটি ডাউন ট্রেন চলবে। এর ফলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে বলেই মনে করছে ভারতীয় রেল। ইতিমধ্যে রেলের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওইয়া হয়েছে। সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সে কারণে বিস্তারিত তথ্য রেল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তুলে ধরেছে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিষেবা শুরুর পর থেকে রোজ ৮১ টি লোকাল ট্রেন চালানো হয়েছে। কিন্তু যাত্রীদের ভিড় ক্রমশ বাড়ছে। তাই করোনাভাইরাস বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মঙ্গলবার থেকে আপ ও ডাউন মিলিয়ে ৯৫ টি লোকাল ট্রেন চলবে।

১৪ টি বাড়তি ট্রেনের সময় দেওযা হয়েছে। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আজ মঙ্গলবার থেকে বাড়তি ১৪ টি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। সাতটি ট্রেন চলবে আপ লাইনে। বাকি সাতটি ডাউন ট্রেন চলবে। অতিরিক্ত ট্রেনগুলি মূলত – হাওড়া থেকে খড়গপুর, মেচেদা, পাশকুড়া, মেদিনীপুর শাখায় চলবে।

 দিনের ব্যস্ত সময়ে এই ট্রেনগুলি চালানো হবে। এদিকে, উৎসব শেষে আজ মঙ্গলবার থেকে পুরোদমে কাজে ফিরতে চলেছে বাংলা। এর মধ্যে নতুন করে আরও ছুটি নেই। দীর্ঘ ছুটি কাটিয়ে কাজে ফিরবেন বহু মানুষ। সেজন্য মঙ্গলবার থেকে বাড়তি যাত্রীর চাপ পড়বে বলেই মনে করা হচ্ছে।

বিশেষ করে পূর্ব রেলের হাওড়া-শিয়ালদহ শাখায় চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেই চাপ সামলাতে পূর্ব রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের দাবি, মঙ্গলবার থেকে শিয়ালদহ শাখায় ৫৩৫টির বেশি ট্রেন চলবে। অন্যদিকে, হাওড়া শাখায় ট্রেনের সংখ্যা বেড়ে হবে সাড়ে তিনশোর বেশি। এর ফলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে।



Post a Comment

0 Comments