National Voter Service Portal
Beta Version (NVSP Beta)
দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন, আমরা সবাই এতদিন ভোটার সংক্রান্ত সকল
কাজের অনলাইন মাধ্যম হিসাবে যে সাইটকে জানতাম সেটা হল www.nvsp.in
এই সাইট থেকেই আমরা সকল কাজ করতাম। কিন্তু সম্প্রতি ভারতের ইলেকশন কমিশন নতুন একটি
পোর্টাল চালু করেছে সেটি হল এই NVSP এর BETA ভারসন।
এই পোর্টালের প্রথম বিশেষত্ব হল, এই পোর্টালটি খুবই দৃষ্টি নন্দন ও প্রত্যেকের কাজ করার জন্য উপযোগী।
এই পোর্টালে কি কি সুবিধা
পাবেন?
১) নতুন ভোটার কার্ডের আবেদন
২) ভোটার কার্ড কারেকশন
৩) ভোটার কার্ড ট্রান্সফারের আবেদন
৪) ডুপ্লিকেট ভোটার কার্ডের আবেদন
৫) ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করা
৬) অভিযোগ জানানো
৭) যেকোনো বিষয়ে বিস্তারিত তথ্য
পোর্টালের লিঙ্ক পেতে ক্লিক করুন
এই পোর্টালে কিভাবে নিজের এক্যাউন্ট
খুলবেন ও কিভাবে কাজ করতে পারবেন সকল পদ্ধতি নীচের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হল
0 Comments