প্রিয়
দর্শক বন্ধুগণ, আমারা সবাই আমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকি।
আর আধার কার্ড হল এমন ই একটি অতি প্রয়োজনীয় নথি, যা যেকোনো সরকারি বা বেসরকারি কোনো
কাজের ক্ষেত্রে এক বিশেষ ভুমিকা পালন করে থাকে।
তাই এই আধার নিয়ে আমাদের ভাবতে
হয় বেশি। প্রায়শই আমারা আধার কার্ডের তথ্য ভুল সংশোধন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন
হয়ে থাকি। আধার সেবা কেন্দ্র গুলিতে প্রচুর জনসমাগম এড়াতে ও এই কোভিড পরিস্থিতিতে সামাজিক
দূরত্ব বজায় রাখতে, UIDAI এখন অনলাইনে আধারের কিছু তথ্য কারেকশন করার অনুমতি দিয়েছে।
অনলাইনে কিভাবে আধার কার্ড কারেকশন করতে হয়, জানতে হলে এখানে ক্লিক করুন
কিন্তু
অনলাইনে ব্যবস্থা হলেও তার বেশ কিছু সীমাবদ্ধতা থেকে যাচ্ছে, সেটা কি? সেটা হল আপনার
আধার কার্ডে যদি একটি চালু মোবাইল নাম্বার যুক্ত না থাকে, তবে সেখানে সেই কাজ অনলাইনে
করা সম্ভব নয়।
তাই
সবার একটাই প্রশ্ন যে, কিভাবে নিজের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করব?
সবাই
জানতে চান যে, এই লিঙ্ক অনলাইনে করা যাচ্ছে কিনা!
উত্তর
হল- না
কারন
আধার সংস্থা এখনও অনলাইনে মোবাইল লিঙ্ক করার পদ্ধতি চালু করেনি, কিন্তু আপনি আধার সেবা
কেন্দ্র থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারেন, বা বর্তমানে পোষ্ট অফিসে এই ধরনের
কাজ গুলি করা হচ্ছে, সেখান থেকেও করিয়ে নিতে পারেন, কিন্তু আপনাকে কিছু পদ্ধতি মেনে
এই কাজ করতে হবে।
১) আপনি
অনলাইনে আধার আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করাতে পারেন।
২) আপনি
নিজে হাতে ফর্ম ফিলাপ করে, নির্দিষ্ট সেন্টার থেকে এই কাজ করাতে পারেন।
এই ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
ফর্মটি আপনি সম্পূর্ণ কিভাবে
ফিলাপ করবেন, সেটা নিচে দেওয়া ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হয়েছে।
ফর্মটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট
নিয়ে আধার সেবা কেন্দ্রে গিয়ে এই কাজটি করিয়ে নিন।
নিজের পিভিসি আধার কার্ড কিভাবে তৈরি করবেন, এখানে ক্লিক করুন
0 Comments