পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার জন্য আবেদন পদ্ধতি

অনলাইনে পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার জন্য আবেদন করুন 

আবেদনের পরে কিভাবে পেমেন্ট করবেন তা এই পোষ্টের নিচে ভিডিও আকারে দেওয়া হল

আজকেআমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের পুরাতন ভোটার কার্ড ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করবেন

ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ডিজিটাইজেশন শুরু হয়ে গিয়েছে ,আপনি চাইলে খুবই অনাসায়ে আপনার পুরাতন ভোটার কার্ড  নতুন ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করতে পারবেন

বর্তমানে যাদের পুরাতন ভোটার কার্ড আছে তাদের সেই ভোটার কার্ড অটোমেটিক ডিজিটাইজেশন হচ্ছে নাশুধুমাত্র যারা 2020 সালে নতুন ভোটার কার্ডের জন্য অথবা ভোটার কার্ড সংশোধনের জন্য জমা দিয়েছিলেন শুধুমাত্র তাদের ভোটার কার্ড গুলি ডিজিটাল ভোটার কার্ড হয়ে চলে আসছে এই ডিজিটাল ভোটার কার্ড গুলো আপনার এলাকার বি এল ও (BLO) রা আপনাকে দিয়ে থাকবেযদি আপনি নতুন ভোটার কার্ড করে থাকেন বা সংশোধন করে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনি ডিজিটাল ভোটার কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনার এলাকার যিনি বি এল ও (BLO) আছেন তার সঙ্গে যোগাযোগ করুন 

যাদের যাদের পুরাতন ভোটার কার্ড রয়েছে তারা যদি সেই পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করতে চান তাহলে অনলাইনে একটা ফর্ম ফিলাপ করতে হবে 

ফর্ম নম্বর 001 এই ফরমটি অনলাইনে সাবমিট করলেই আপনি আপনার পুরাতন ভোটার কার্ড এর পরিবর্তে একটা ডিজিটাল ভোটার কার্ড পেয়ে যাবেন

অনলাইন থেকে আপনি ডিজিটাল ভোটার কার্ডে কিভাবে নিতে চাইবেন তার অপশন নিজের থেকে সিলেক্ট করতে পারবেন  আপনারা চাইলে এই ডিজিটাল ভোটার কার্ডটি আপনারা বাই পোষ্টের মাধ্যমে নিতে পারেন পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে পরি পরিবর্তন করতে চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে এপ্লিকেশন ফরম ফিলাপ করুন

APPLY ONLINE FORM NEW PORTAL

অনলাইনে এপ্লাই করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেয়া হবেসেই নাম্বারটি থেকে আপনারা খুবই সহজে স্ট্যাটাস চেক করতে পারবেনযদি আপনার স্ট্যাটাস এপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের সেই কাঙ্খিত ডিজিটাল ভোটার কার্ডটি আপনার বাড়িতে পেয়ে যাবেন
অনলাইনে
 আবেদন করার পর আবেদন স্থিতি বা স্ট্যাটাস জানার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করতে চান?  নিচের ডাউনলোড লিংক থেকে এখনই ডাউনলোড করে নিন
VOTERLIST DOWNLOAD (1952-1971)

অনলাইনে আবেদন করার পর যখন আপনার ভোটার কার্ডটি APPROVED হয়ে যাবে এবং আপনার BLO  কাছে চলে আসবে ,তখন আপনাকে অনলাইন থেকে 25 টাকার একটা রিসিভ করতে হবে এবং সে রিসিভ কপিটা জমা দেওয়ার পর আপনাকে আপনার নতুন ভোটার কার্ড দেওয়া হবে 
ডুপ্লিকেট ভোটার কার্ড আবেদন করার পরে অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন, সেই পদ্ধতি নীচের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়েছে, আগে ভিডিওটি দেখে নিয়ে নিজেরা নির্ভুল ভাবে পেমেন্ট করুন

পেমেন্ট লিঙ্ক






Post a Comment

0 Comments