প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ | Scholarship for handicapped students in WB


প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য স্পেশাল স্কলারশিপ

২০২০-২১ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে আবেদন করা যাচ্ছে।

কারা এই আবেদন করতে পারবেনঃ শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি প্রতিবন্ধী ও মানসিক প্রতিবন্ধীরা নিম্নলিখিত কিছু শর্ত সাপেক্ষে এই আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?

১) আবেদনকারীর একটি সঠিক প্রতিবন্ধকতা বিষয়ক সার্টিফিকেট থাকতে হবে।

২) পিতা/ মাতার/ পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।

৩) আবেদনকারীর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে।

৪) আবেদনকারীকে আগের ক্লাসের পরীক্ষায় কমপক্ষে ৪০% নাম্বার পেতে হবে।

৫) রাজ্য/ কেন্দ্র সরকার প্রদত্ত অনুরূপ কোনো স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে, সে আবেদন করতে পারবে না।

৬) মিউজিক/ ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য/ কেন্দ্র সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপ করা ছাত্র- ছাত্রী রাও আবেদনের যোগ্য।

প্রতিবন্ধী স্কলারশিপের ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে?

১) প্রতিবন্ধকতা বিষয়ক সার্টিফিকেট জেরক্স কপি

২) ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি

৩) পরিবারের ইনকাম সার্টিফিকেট জেরক্স কপি

৪) আগের ক্লাসের পরীক্ষার মার্কসিট জেরক্স কপি

৫) যেকোনো একটি সরকারি আইডি প্রুফ জেরক্স কপি

 


আবেদন পত্রটি কোথায় দিতে হবে?

আবেদন পত্রটি উক্ত ব্যক্তিদের দিয়ে সই করিয়ে, সকল ডকুমেন্ট একসাথে দিয়ে, যে কোনো কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করবেন।

আবেদন ও জমা দেওয়া শেষ তারিখ কবে?

২৭ শে নভেম্বর ২০২০ এর মধ্যে সঠিক ভাবে ফর্ম ফিলাপ করে জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করবেন।

এই আবেদন পত্র কিভাবে ফিলাপ করবেন?

এই আবেদন পত্র ফিলাপের সম্পূর্ণ ভিডিওটি নিচে দেওয়া হল, ক্লিক করুন






Post a Comment

0 Comments