আধার কার্ডে নাম ও ঠিকানা এবার বদলাতে পারবেন এই ভাবে, UIDAI জারি করল নতুন নিয়ম
আধার কার্ড সংক্রান্ত সমস্যার জন্য UIDAI দেশের বেশ কিছু শহরে
আধার সেবা কেন্দ্র চালু করেছে ৷
আধার কার্ডে কোনও তথ্য বদলাতে বা আপডেট
করতে হবে ? তাহলে
জেনে নিন নতুন পদ্ধতি ৷ সম্প্রতি UIDAI আধার আপডেশন নিয়মে
বেশ কিছু বদল করেছে ৷ আধার কার্ড সংক্রান্ত সমস্যার জন্য UIDAI দেশের বেশ কিছু শহরে আধার সেবা কেন্দ্র চালু করেছে ৷ এই সেন্টারে গিয়ে
আপনি নতুন আধার কার্ডও তৈরি করতে পারবেন ৷ পাশাপাশি আধার কার্ড নাম, ঠিকানা বা জন্মতারিখ সহজেই বদলাতে পারবেন ৷
আধার সেবা কেন্দ্রের পরিষেবা নেওয়ার
জন্য আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৷ নতুন আধার কার্ড তৈরি, নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল
নম্বর, ই-মেল আইডি, জেন্ডার ও
বায়োমেট্রিক আপডেট করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৷
প্রথমে UIDIA এর ওয়েবসাইটে https://uidai.gov.in/
গিয়ে 'My Aadhaar' ট্যাবে ক্লিক করুন ৷ এরপর
বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে নিজের শহর সিলেক্ট করুন ৷ এরপর 'Procced
To Book An Appointment'-এ ক্লিক করুন৷
এরপর একটি নতুন পেজ খুলে যাবে ৷ এর
মধ্যে তিনটি অপশন থাকবে-নিউ আধার, আধার আপডেট ও ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট ৷ আপনার দরকার
অনুযায়ী অপশন সিলেক্ট করুন এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ক্যাপচা কোড এন্টার
করুন ৷ এরপর আপনার ফোনে চলে আসবে ওটিপি সেটি এন্টার করতেই অ্যাপ্লিকেশন ভেরিফাই
হয়ে যাবে ৷ ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর সাইটে দেওয়া ফর্ম ফিলআপ করুন ৷ এরপর
আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম স্লট সিলেক্ট করতে হবে ৷ সাবমিট বটনে ক্লিক করতেই
আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া পুরো হয়ে যাবে ৷
এই বিষয়ে আরও বিশদে জানতে নীচে দেওয়া ভিডিওতে
ক্লিক করুন
0 Comments