Offline form fillup for Amphan 2020 | আম্ফানের ক্ষতিপূরণের জন্য অফলাইনে আবেদন



আগামী 6 7ই আগস্ট বেলা 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমফান ঝড়ে অদ্যাবধি বাড়ির ক্ষতিপুরণ না পাওয়া ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত এলাকার মানুষদের সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে ও পৌরসভা এলাকার মানুষদের সংশ্লিষ্ট পৌরসভায় নতুবা মহকুমাশাসকের করণে বাড়ির ক্ষতিপুরণ পাওয়ার জন্যে নিচের লিঙ্কে দেওয়া আবেদনপত্র জমা নেওয়া হবে ।এছাড়া জেলার ওয়েব সাইটে (https://www.paschimmedinipur.gov.in) দেওয়া লিঙ্ক এর মাধ্যমেও অনলাইনে আবেদন পত্র জমা দেওয়া যাবে । নাম,ঠিকানা,মোবাইল নম্বর ,পরিচয়পত্র ও ব্যাঙ্কের নথির বিশদ বিবরণ সহ আবেদন করতে হবে ।যে সমস্ত ব্যক্তি বা তার পরিবারের কেউ এই ক্ষতিপুরণ পেয়ে গেছেন তারা অযথা আবেদন করবেন না এবং করলে তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । নির্দিষ্ট তদন্তকারী টীম প্রত্যেক আবেদনের সংশ্লিষ্ট স্থানে গিয়ে তদন্ত করবেন। খুব শীঘ্রই গ্রহণ ও বাতিল তালিকার তথ্য প্রকাশ এবং গ্রহণ তালিকার বাড়ির সরকারি ক্ষতিপূরণের অনুদান দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে ।
Valid From: 
Wednesday, August 5, 2020 - 18:30 to Friday, August 7, 2020 - 18:30


কি কি ডকুমেন্ট দিতে হবে- নীচের ভিডিওতে বলে দেওয়া হয়েছে
সম্পূর্ণ ফর্ম ফিলাপ দেখার জন্য নীচের ভিডিওতে ক্লিক করুন




Post a Comment

0 Comments