উজ্জ্বলা
যোজনার এলপিজির জন্য কীভাবে আবেদন করবেন? যোগ্যতাই বা কী, একনজরে
কীভাবে অনলাইনে মাই এলপিজি উজ্জ্বলা যোজনা লিস্ট চেক করবেন আপনাকে যেতে হবে সরকারি ওয়েবসাইটে। যেখানে IPPE2 SECC-2011(NREGA BPL LIST) রয়েছে। https://mnregaweb4.nic.in। সেখানকার স্ক্রিনে রাজ্য, জেলা, তহশিল, গ্রাম পঞ্চায়েত উল্লেখ করলেই বিপিএল তালিকা পাওয়া যাবে। যাঁরা কিনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য উপযুক্ত। সব তথ্য দেওয়ার পর সাবমিট বাটন প্রেস করলে লিস্ট পাওয়া যাবে। এরপর একেবারে নিচে গিয়ে ডাউনলোড এক্সেল করলে পুরো তালিকা পাওয়া যাবে। এরপর কন্ট্রোল +এফ বাটন প্রেস করলে ডায়লগ বক্স আসবে। সেখানে নিজের নাম দিয়ে সার্চ করতে হবে।
প্রধানমন্ত্রী
উজ্জ্বলা যোজনায় যেভাবে আবেদন বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন
করতে পারবেন। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে,
২ পাতার একটি
আবেদনপত্র পূরণ করতে হবে।
তার সঙ্গে যা যা
প্রয়োজন দিতে হবে। যার মধ্যে রয়েছে
নাম, যোগাযোগ ঠিকানা, জনধন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড নম্বর-সহ
জরুরি তথ্য। একইসঙ্গে
আবেদনকারীকে বলতে হবে তিনি ১৪.২ কেজি না ৫ কেজির সিলিন্ডার চান। উজ্জ্বলা যোজনার
জন্য কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্মও অনলাইনে ডাউনলোড করা যাবে। এরপর নিকটবর্তী
এলপিজির দোকানে তা জমা দিতে হবে।
আবেদনের জন্য ফর্ম
ডাউনলোড করার জন্য ক্লিক করুন- এখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যোগ্যতা প্রথম যোগ্যতা হল ২০১১ সালের
সেনসাস তথ্য। এছাড়াও আবেদনকারীর বিপিএল রেশন কার্ড থাকতে হবে। PMAY-G- এবং অন্তোদয় অন্ন
যোজনার উপভোক্তা হতে হবে। এছাড়াও বনবাসী, মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস, চা বাগানের শ্রমিক, চা বাগানের উপজাতি এবং দ্বীপের বাসিন্দারা এই সুবিধা পাবেন। আবেদনকারীর বয়স
অবশ্যই মহিলা ও ১৮ বছর হতে হবে। পাশাপাশি তাঁকে বিপিএল তালিকা ভুক্ত হতে হবে।
কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আবেদনকারীর সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীর
পরিবারের কারও নামে এলপিজি সংযোগ থাকা চলবে না।
Official link of Pradhan Mantri Ujjala Yojna- Click here
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
কিভাবে ফর্ম ফিলাপ ও আবেদন করবেন সেই ভিডিওটা নিচে দিয়ে দেওয়া
হল
ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments