একটা ছোট্ট বাড়ির আশা তো সবারই থাকে, তাই না! কিন্তু, যে পরিমাণে ইট, বালি, সিমেন্টের
দাম বাড়ছে, তাতে জানি সবসময় সবার পক্ষে মাথা গোঁজার নিজস্ব
ঠাইটুকু করে ওঠা সম্ভব হয় না। আর চিন্তা করবেন না, আপনার
কষ্টের দিন শেষ। নিজের বাড়ি বানানোটা আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা-
গ্রামীনে আবেদন করে আপনি তৈরি করতে পারেন আপনার মনের মতো বাড়িটি। কি ভাবছেন!
কিভাবে আবেদন করবেন? সেটা বলে দেবার জন্যই তো আমরা হাজির
হয়েছি আপনার কাছে। আসুন জেনে নেই পদ্ধতিগুলো।
Pradhan Mantri Awas Yojana
আমাদের দেশে এরকম অনেক দুঃস্থ ও গরিব পরিবার রয়েছে যারা
বসবাসের জন্য বাড়ি করতে অক্ষম। এইরকম অবস্থায় দেশের প্রতিটি গরিব পরিবারকে বাড়ি
প্রদান করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সরকারি প্রকল্প শুরু
করেন,
যা প্রধানমন্ত্রী আবাস যোজনা ( Pradhan Mantri Awas Yojana )
নামে পরিচিত। ২০১৫ সালের জুন মাসে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। যদি আপনার নিজের বাড়ি না
থাকে এবং আর্থিক সমস্যার জন্য আপনি বাড়ি করার পরিকল্পনা করতে পারছেন না, তাহলে
এই প্রকল্পটি আপনার জন্য একটি ভালো বিকল্প । ২০২২ সালের মধ্যে দেশের সকল দরিদ্রকে তাদের নিজস্ব বাসস্থান করে
দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী আবাস
যোজনা প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana) কেন্দ্রীয় সরকার ১০ লাখ বাড়ি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে এই
প্রকল্পটি সম্পর্কে মানুষ এখনো বুঝে উঠতে পারেনি এই প্রকল্পটি কি, কীভাবে
এই প্রকল্পের জন্য আবেদন করবে অথবা এই প্রকল্পের মূল বিষয়বস্তু কি? আপনিও যদি এই প্রকল্পের সম্পর্কে না জেনে থাকেন, তাহলে
আজকের নিবন্ধ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana )
সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে রাখুন।
প্রধানমন্ত্রী আবাস
যোজনা প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana) কেন্দ্রীয় সরকার ১০ লাখ বাড়ি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে এই
প্রকল্পটি সম্পর্কে মানুষ এখনো বুঝে উঠতে পারেনি এই প্রকল্পটি কি, কীভাবে
এই প্রকল্পের জন্য আবেদন করবে অথবা এই প্রকল্পের মূল বিষয়বস্তু কি? আপনিও যদি এই প্রকল্পের সম্পর্কে না জেনে থাকেন, তাহলে
আজকের নিবন্ধ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana )
সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে রাখুন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা
(Benefits of Pradhan Mantri Awas Yojana)
• এই প্রকল্পের অধীনে ৯ লাখ
টাকার ঋণের জন্য 4% ছাড় দেওয়া হয় এবং ১২ লাখ টাকা ঋণের জন্য 3% ছাড় দেওয়া হয়।
• এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও বঞ্চিত মানুষের ছাদ তৈরি করা ।
• এই পরিকল্পনায় বাড়ি মেরামত করার জন্য 3% সুদের হারে ২ লাখ টাকার লোন দেয়।
• এই পরিকল্পনায় গ্রামীণ এলাকায় 33% পরিবারের উৎসাহ দেওয়া হয়েছে।
• এই প্রকল্পের অধীনে, হোম ঋণ সুদের হারও হ্রাস পেয়েছে।
• এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও বঞ্চিত মানুষের ছাদ তৈরি করা ।
• এই পরিকল্পনায় বাড়ি মেরামত করার জন্য 3% সুদের হারে ২ লাখ টাকার লোন দেয়।
• এই পরিকল্পনায় গ্রামীণ এলাকায় 33% পরিবারের উৎসাহ দেওয়া হয়েছে।
• এই প্রকল্পের অধীনে, হোম ঋণ সুদের হারও হ্রাস পেয়েছে।
How to Apply For Pradhan Mantri
Awas Yojana
এই প্রকল্পের আপনি আবেদন করতে পারবেন যদি আপনি দরিদ্র হন । এবং
আপনি আর্থিক ক্ষমতা কম
থাকলে আপনি EWS এবং LIG বিভাগের অধীনে থাকতে পারবেন। Apply করার জন্য আপনাকে যা করতে হবে তা নিম্নে দেওয়া হল-
• প্রথমে আপনাকে যেটা করতে হবে
তা হল Official Website যেতে হবে ।
• Website এ যাওয়ার পর আপনি মেনু বারে সিটিজেন অ্যাসেসমেন্টের মেনু দেখতে পাবেন, সেখানে Click করুন।
• Click করার পর আপনি সেখানে দুটি অপশন দেখতে পারবেন- একটি For Slum Dwellers এবং অন্যটি Benefit Under Other 3 Component এর মধ্যে আপনাকে যেকোনো একটি অপশন বাছতে হবে।
• অপশন বাছাই করা হয়ে গেলে এবার আপনাকে Aadhaar Card Number দিতে হবে এবং চেক অপশনটি Click করতে হবে।
• এবার আপনার স্ক্রিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( Pradhan Mantri Awas Yojana ) প্রকল্পের ফর্মটি খুলবে এবং আপনাকে ফর্মটি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে । যেমন- নাম, ঠিকানা, ব্যক্তিগত বিবরণ, আয় বিবরণ এবং Bank Account Details দিয়ে Form পূরণ করতে হবে।
• Form পূরণ করা হয়ে গেলে নীচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন । সেই কোডটি লেখার পর আপনি আপনার ফর্মটি Save করে রাখতে পারেন অথবা Print বার করে রাখতে পারেন যাতে আপনার আবেদন ট্র্যাক করতে এটি ব্যবহার করতে পারেন।
• Website এ যাওয়ার পর আপনি মেনু বারে সিটিজেন অ্যাসেসমেন্টের মেনু দেখতে পাবেন, সেখানে Click করুন।
• Click করার পর আপনি সেখানে দুটি অপশন দেখতে পারবেন- একটি For Slum Dwellers এবং অন্যটি Benefit Under Other 3 Component এর মধ্যে আপনাকে যেকোনো একটি অপশন বাছতে হবে।
• অপশন বাছাই করা হয়ে গেলে এবার আপনাকে Aadhaar Card Number দিতে হবে এবং চেক অপশনটি Click করতে হবে।
• এবার আপনার স্ক্রিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( Pradhan Mantri Awas Yojana ) প্রকল্পের ফর্মটি খুলবে এবং আপনাকে ফর্মটি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে । যেমন- নাম, ঠিকানা, ব্যক্তিগত বিবরণ, আয় বিবরণ এবং Bank Account Details দিয়ে Form পূরণ করতে হবে।
• Form পূরণ করা হয়ে গেলে নীচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন । সেই কোডটি লেখার পর আপনি আপনার ফর্মটি Save করে রাখতে পারেন অথবা Print বার করে রাখতে পারেন যাতে আপনার আবেদন ট্র্যাক করতে এটি ব্যবহার করতে পারেন।
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ( Pradhan Mantri Gramin Awas Yojana)
প্রধানমন্ত্রী আবাস
যোজনা ( Pradhan
Mantri Awas Yojana) শুধুমাত্র শহরের মানুষই নয় বরং গ্রামীণ এলাকার
মানুষও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে। আপনি কি যানেন ইন্দিরা আবাস যোজনাই
এখন গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত । এই প্রকল্পটিই ২০১০ সালে
নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর
দ্বারা চালু করা হয় । এই প্রকল্পে আপনি একাধিক সুবিধা লাভ করতে পারবেন। যেমন-
• এই প্রকল্পে আপনি সরাসরি Bank বা Post Office এর Account এ বাড়ির জন্য আর্থিক সহায়তা পাবেন।
• এই প্রকল্পের অধীনে আপনি যে বাড়িটি করবেন, তা নতুন প্রযুক্তির ধাঁচে তৈরি করা হবে। এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে।
• এই অধীনে আপনি বাড়ি তৈরি করতে পারবেন প্রায় ২৫ বর্গ মিটার জায়গা জুড়ে।
• এই প্রকল্পের অধীনে, আমাদের সরকার দরিদ্র এবং ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের লোকদের আর্থিক ১২০০০ টাকা সহায়তা করবে।
• এই প্রকল্পের অধীনে আপনি যে বাড়িটি করবেন, তা নতুন প্রযুক্তির ধাঁচে তৈরি করা হবে। এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে।
• এই অধীনে আপনি বাড়ি তৈরি করতে পারবেন প্রায় ২৫ বর্গ মিটার জায়গা জুড়ে।
• এই প্রকল্পের অধীনে, আমাদের সরকার দরিদ্র এবং ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের লোকদের আর্থিক ১২০০০ টাকা সহায়তা করবে।
অফলাইনে কিভাবে
আবেদন করবেন
a) সবার প্রথম আপনার
ব্লক অফিস বা পৌরসভার অফিসে যান এবং ফর্ম সংগ্রহ করুন ।
b) ফর্মটি ভালো ভাবে বড়
হাতের অক্ষরে পরিস্কার পরিচ্ছন্ন ভাবে পুরণ করুন ।
C) উপযুক্ত জায়গায় Photo সেটে প্রয়োজনীয় Document
এর ১কপি করে জেরক্স নিজে সহি করে ফর্মের সাথে জুড়ে দিন ।
d) যে অফিস থেকে ফর্ম
সংগ্রহ করেছিলেন সেখানে জমা করে দিন ।
অনলাইনে আবেদন করার পদ্ধতি এবং কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিস্তারিতভাবে উপরে দেওয়া আছে সেখানে ভালোভাবে পড়ে প্রথমে অনলাইনে আবেদন করুন । তারপর উপযুক্ত কাগজপত্রগুলো জোগাড় করুন প্রতিটি কাগজে নিজের সই করবেন তারিখ দেবেন এবং নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের কালার ছবি লাগিয়ে ফর্ম টি BDO office এ নির্দিষ্ট দপ্তরে জমা করবেন করবেন ।
অনলাইনে আবেদন করার পদ্ধতি এবং কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিস্তারিতভাবে উপরে দেওয়া আছে সেখানে ভালোভাবে পড়ে প্রথমে অনলাইনে আবেদন করুন । তারপর উপযুক্ত কাগজপত্রগুলো জোগাড় করুন প্রতিটি কাগজে নিজের সই করবেন তারিখ দেবেন এবং নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের কালার ছবি লাগিয়ে ফর্ম টি BDO office এ নির্দিষ্ট দপ্তরে জমা করবেন করবেন ।
Download Offline PMAY Application form- Click here
কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটা নিচে দিয়ে দেওয়া হল
0 Comments