রাজ্যের
দরিদ্র বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্ম সাথী প্রকল্প
চালু করেছে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার
রাজ্যের বেকার যুবকদের ব্যাংক থেকে ব্যবসায়িক লোণ প্রদান করবে তাদের নিজস্ব ব্যবসা
শুরু করার জন্য।
সেই সমস্ত বেকার যুবক এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারে, যারা পড়াশোনা শেষ
করে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি উপস্থাপিত বাজেটে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য ৫০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গ কর্ম সাথী প্রকল্প
যুব
সমাজের সমৃদ্ধ বিকাশের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ
সরকার বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এই
ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া, রাজ্য সরকার বার্ষিক বাজেটের সময় কর্ম সাথী প্রকালপা
প্রকল্প শুরু করেছে।
এই প্রকল্পটি রাজ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শুরু করা হয়েছে, যার
আওতায় যুবকদের স্ব-কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে সাশ্রয়ী মূল্যে লোণের প্রাপ্যতা
নিশ্চিত করা হবে। কর্ম সাথী প্রকালপা প্রকল্পের মাধ্যমে,
রাজ্য সরকার প্রতি বছর ১ লক্ষ যুবককে তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য ২ লক্ষ টাকা লোণ সরবরাহ
করবে।
অন্যান্য সকল প্রকল্পের মতো পশ্চিমবঙ্গ সরকারও এই প্রকল্পের জন্য অনলাইনে
আবেদনগুলি আমন্ত্রণ করবে। এই স্কিমটির সুবিধা নিতে, অনলাইন আবেদন ফর্ম ডাব্লুবি রাজ্য সহযোগিতা
বিভাগ বা অন্য যে কোনও পোর্টালে গৃহীত হবে।
এখানে এই নিবন্ধে, আমরা আবেদনের প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড এবং এই
প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিাদি সম্পর্কে তথ্য সরবরাহ করব।
স্কিমের নাম
|
কর্ম সাথী প্রকল্প
|
চালু করেছে
|
ডব্লিউবি সরকার
|
রাষ্ট্রের নাম
|
পশ্চিমবঙ্গ
|
প্রকল্পের উদ্দেশ্য
|
বেকার যুবকদের লোণ
|
উপকারিতা
|
যুবদের স্ব-কর্মসংস্থান
|
আবেদন পদ্ধতি
|
অনলাইন অফলাইন
|
সরকারী ওয়েবসাইট
|
এখনও ঘোষিত নয়
|
যোগ্যতার মানদণ্ড
এই স্কিমটি ব্যবহারের জন্য, আবেদনকারীদের
নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডগুলি পূরণ করতে হবে যা নীচে রয়েছে।
- কেবল পশ্চিমবঙ্গের স্থায়ী যুবকরা এই প্রকল্পটি গ্রহণের জন্য যোগ্য।
- বেকার যুবকদের নিজস্ব ব্যবসায়ের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে
এই প্রকল্পটি শুরু করা হয়েছে।
- কমপক্ষে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ কেবল বেকার যুবক যুবতি রা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।
- এই প্রকল্পে আবেদনের জন্য বয়স থাকতে হবে ১৮-৫০ বছরের মধ্যে
- এই প্রকল্পে পরিবারের যেকোনো ১ জন সদস্যই আবেদন করতে পারবেন। স্বামী স্ত্রী ও আবেদন করতে পারবে, কিন্তু যেকোনো ১ জন (একাধিক ব্যক্তি নন)
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড
- ভোটার আইডি কার্ড
- ১০ বা ১২ ক্লাসের মার্কশিট
- আবাসের শংসাপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
* প্রত্যেক মন দিয়ে নীচের লেখা
গুলো পড়বেন *
কর্মসাথী প্রকল্প আপাতত অফলাইনে ফর্ম ফিলাপ
করা যাচ্ছে, তাই আপনাদের সুবিধার্থে এই ফর্ম টির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম।
ফর্ম ফিলাপ করে কোথায় জমা দেবেন?
নিচে দেওয়া ভিডিওতে এর উত্তর পাবেন, সেখানে সম্পূর্ণ ফর্ম ফিলাপ পদ্ধতি
দেখানো হয়েছে।
কর্ম সাথী প্রকল্পের
জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে, ডাউনলোড করার জন্য পাশে ক্লিক করুন- Click Here
লোন সম্পর্কে আরও বিশদে জানতে নীচের ছবিগুলো দেখুন
এবার আপনারা জানবেন কিভাবে এই কর্মসাথী প্রকল্পের
জন্য প্রোজেক্ট রিপোর্ট ও প্রোজেক্ট লিস্ট তৈরি করবেন। নিচে একটি ছবি দেওয়া হল। আপনারা
এই ছবিটি দেখতে পারেন, এছাড়াও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করুন।
সকল ধরনের ব্যবসার জন্য প্রোজেক্ট রিপোর্ট পাবেন এই লিঙ্ক থেকে- Click Here
আপনি যে ব্যবসা করতে চান সেই ব্যবসার ওপর ক্লিক করে প্রোজেক্ট রিপোর্টের
ধরন দেখে নিন।
কর্মসাথী প্রকল্প ।। Karmasathi
Prokolpo App সমস্ত বেকার যুবক
যুবতীদের সাহায্যের উদ্দেশ্যে । পশ্চিমবঙ্গ সরকার কর্মসাথী প্রকল্প নামে একটি নতুন
প্রকল্পের উদ্বোধন করেছে । এই প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে ১ লক্ষ করে যুবক
যুবতী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে । এই ঋন কিভাবে পাবেন
? কোথায়
আবেদন করবেন ? কিভাবে আবেদন করবেন ? কর্মসাথী প্রকল্প সম্বন্ধিত আগামী দিনের সকল আপডেট সব থেকে আগে আপনি এই APP
টির মাধ্যমে পাবেন । এখানে আপনি
কর্মসাথী প্রকল্প ( Karmasathi Prokolpo ) সম্পর্কিত সবরকম তথ্য সব থেকে আগে পাবেন ।
দেশ তথা রাজ্যের সকল প্রকল্প সম্পর্কিত আপডেট পেতে এই
অ্যাপটি আপনাকে সাহায্য করবে । কারা কোন প্রকল্পের জন্য যোগ্য ?
কিভাবে আবেদন করবেন ?
কোন প্রকল্পে কি সুবিধা পাবেন
প্রভৃতি সকল তথ্য এখানে পাবেন । এটি একটি আনঅফিসিয়াল APP.
সরকারি প্রকল্পের সুবিধাগুলি
আপনার সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য ।
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
Whatsapp
Group- AET Support Team 1- 👉
Whatsapp
Group- AET Support Team 2- 👉
Whatsapp
Group- AET Support Team 3- 👉
Whatsapp
Group- AET Support Team 4- 👉
Whatsapp
Group- AET Support Team 5- 👉
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে
দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
প্রোজেক্ট রিপোর্ট ও প্রোজেক্ট লিস্ট নিয়ে আরও বিশদে জানতে নিচে দেওয়া ভিডিওতে
ক্লিক করুন
নিজের ব্যবসার জন্য কিভাবে লোনের প্রোজেক্ট তৈরি করেবন, দেখুন নীচের ভিডিও থেকে