করোনায় মমতা সরকারের নয়া প্রকল্প ‘প্রচেষ্টা’, মিলবে আর্থিক সাহায্য
যাঁরা আর্থিক সংকটে
রয়েছেন, তাঁদের মাসে হাজার টাকা করে দেওয়া হবে, একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই
প্রকল্পের মাধ্যমে বলা হচ্ছে যে দৈনিক মজুরি শ্রমিকদের 1000 টাকা সহায়তা দেওয়া হবে। করোনাভাইরাস সঙ্কটের
সময়ে কেন্দ্রীয় সরকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে।
এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকারও
রাজ্যের সমস্ত প্রাত্যহিক শ্রমিকদের উপকারের জন্য প্রচেষ্টা পরিকল্পনা শুরু
করেছে। এই প্রচেষ্টা প্রকল্পের আওতায়
রাজ্য সরকার মূলত দৈনিক মজুরি শ্রমিকদের সহায়তা দেবে। এই নিবন্ধে, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং
প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত তথ্য ভাগ করা হবে।
ভারতে
করোনভাইরাস সংক্রমণ বিস্তার রোধে
কেন্দ্রীয় সরকার 21 দিনের একটি লক-ডাউন ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে, যারা প্রতিদিন কাজ করতেন এবং তাদের পরিবারকে
খাওয়াতেন তাদের খাবারের সমস্যা আরও জোরালো হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি
অবশ্যই শ্রমিকদের সহায়তা প্রদানের জন্য কাজ করবে।
প্রচেষ্টা প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন- ক্লিক করুন
প্রচেষ্টা প্রকল্পের নতুন নির্দেশিকা
১) আবেদনকারীকে
পরিবারের একা রোজগেরে হতে হবে
২) আবেদনকারীকে
সরকারি বা বেসরকারি চাকরীজীবী হওয়া চলবে না
৩) আবেদনকারী
যদি রাজ্যের কোনও পেনসন স্কিমের সাথে যুক্ত থাকে, তবে সে গ্রাহ্য হবে না।
৪) আবেদনকারীর
সামাজিক সুরক্ষা যোজনায় নাম থাকলে না সুবিধাভোগী হলে সে গ্রাহ্য হবে না।
৫) আবেদনকারী
MGNREGA তে নথিভুক্ত হয়ে থাকলে, সে গ্রাহ্য হবে না।
৬) আবেদনকারী
কৃষিকাজের সহিত যুক্ত থাকলে সে গ্রাহ্য হবে না।
৭) পরিবারের
যে কোনও একজন ব্যক্তি এই টাকা পাবে, সবাই নয়।
8) আবেদনকারীর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
সাম্প্রতিক অফিসিয়াল
নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক- 👉
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
Whatsapp
Group- AET Support Team 1- 👉
Whatsapp
Group- AET Support Team 2- 👉
Whatsapp
Group- AET Support Team 3- 👉
Whatsapp
Group- AET Support Team 4- 👉
Whatsapp
Group- AET Support Team 5- 👉
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে
দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।