পরিযায়ী
শ্রমিকদের পাশে মমতা, বাংলায় আরও ১০৫ ট্রেন! দেখুন
তালিকা
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের আনতে আরও ১০৫টি ট্রেনের ব্যবস্থা করল
পশ্চিমবঙ্গ সরকার। টুইটারে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল
মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী
জানিয়েছেন, আগামী দিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে
বাংলার উদ্দেশে রওনা দেবে এই ট্রেনগুলি। ১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত প্রায় এক মাস
ধরে এই ট্রেনের ব্যবস্থা থাকবে বলেও জানা গেছে।
মুম্বই, দিল্লি,
বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা,
জয়পুর, কোঝিকোড়, থানে,
চেন্নাই, পুনে, সুরাত,
লখনউ, ইন্দোর, তিরুবনন্তপুরম,
জলন্ধর-সহ স্টেশন থেকে বাংলার বিভিন্ন স্টেশনে পৌঁছবে এই বিশেষ
ট্রেনগুলি। এই সংক্রান্ত তারিখ এবং স্টেশনের নাম-সহ সম্পূর্ণ তালিকাও টুইটারে
শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। যা অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্য
থেকে যাত্রী নিয়ে বিশেষ এই ট্রেনগুলি বাংলার হাওড়া, আসানসোল,
বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর,
ডানকুনি, মালদা টাউন, নিউ
জলপাইগুড়ি, কৃষ্ণনগর, বহরমপুর,
নিউ কোচবিহার স্টেশনে পৌঁছবে। এগিয়ে বাংলা ওয়েবসাইটেও এই সংক্রান্ত
বিস্তারিত তথ্য রয়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, 'সবাইকে
রাজ্যে ফিরিয়ে আনা আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। একটু সময় দিতে হবে। ধাপে ধাপে
সবাইকে ফিরিয়ে আনা হবে।' আজ টুইটারে 'দেশের
বিভিন্ন প্রান্তে আটকে থাকা এবং বাংলা ফিরতে চাওয়া মানুষকে' ফেরানোর
ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকারের 'অগ্রাধিকার' বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে শুধু
ট্রেনের ব্যবস্থাই নয়, তাঁদের 'বাংলাতেই
কাজের ব্যবস্থার' আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
নতুন ট্রেনের টাইম টেবিল ডাউনলোড করার জন্য ক্লিক করুন
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে
দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments