PPF, RD নিয়ে বড় ঘোষণা পোস্ট অফিসের
করোনা ভাইরাস নিয়ে গোটা দেশ ও বিশ্ব বর্তমানে একটি অত্যন্ত
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই সময় সাধারণ মানুষের কথা মাথায় রেখে
ব্যাঙ্কে পাশাপাশি এবার পোস্ট অফিসের তরফে বড়সড় ছাড় ঘোষণা করা হল গ্রাহকদের
জন্য ৷ দেশে ২১ দিনের লকডাউন চলছে যা আগামী ১৪ এপ্রিল শেষ হতে চলেছে ৷ এই
পরিস্থিতিতে অনেকেই আর্থিক বছর ২০১৯-২০২০-তে স্মল সেভিং স্কিমে মিনিমাম অ্যামাউন্ট
জমা করতে পারেনি ৷ সাধারণত আর্থিক বছর শেষ হওয়ার সময় অনেকে ইনভেস্ট করে থাকে ৷
কিন্তু এবছর ২৪ মার্চ থেকে লকডাউন চলছে ৷ এর জেরে ন্যূনতম অঙ্কের টাকা অনেকেই জমা
করতে পারেনি ৷ ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, ডাক বিভাগ এর জন্য গ্রাহকদের উপর কোনও পেনাল্টি চার্জ না নেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে৷
পোস্ট অফিস ৩০ জুন ২০২০ পর্যন্ত পাবলিক প্রভিডেন্ট ফান্ড, রেকারিং ডিপোজিট ও স্মল সেভিংস স্কিমে পেনাল্টি না নেওয়ার
সিদ্ধান্ত নিয়েছে ৷ ডাক বিভাগ এর জন্য ৩১ মার্চ একটি সার্কুলার জারি করেছে ৷
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি কেউ আরডি, পিপিএফ ও স্মল সেভিংস
স্কিমে মিনিমাম অ্যামাউন্ট জমা দিতে না পারেন তাহলে তাদের উপর কোনও পেনাল্টি চার্জ
লাগানো হবে না ৷ ৩০ জুন ২০২০ পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছে ৷ অর্থমন্ত্রী নির্মলা
সীতারমন লকডাউনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ৷
পিপিএফ-এ একটি আর্থিক বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা করতে হয় ৷
না হলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায় ৷ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য ৫০
টাকা পেনাল্টি জমা দিতে হয় ৷ যত বছর আপনার অ্যাকাউন্ট প্রত্যেক বছরের ৫০-৫০ টাকা
করে জমা দিতে হবে ৷
আরডি-র ক্ষেত্রে প্রত্যেক ১০০ টাকায় ১ টাকা পেনাল্টি দিতে
হয় ৷ ৫০০০ টাকার রেকার্রিং ডিপোজিটে টাকা জমা না দিলে ৫০ টাকা পেনাল্টি দিতে হবে
৷ তবে আপাতত ৩০ জুন পর্যন্ত দিতে হবে না পেনাল্টি ৷
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
Whatsapp Group- AET Support Team 2- 👉
Whatsapp Group- AET Support Team 3- 👉
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে
দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।