LIC প্রিমিয়াম জমার মেয়াদ বাড়ল


LIC প্রিমিয়াম জমার মেয়াদ বাড়ল


জীবন বিমা গ্রাহকদের প্রিমিয়ামের টাকা দেওয়ার মেয়াদ নির্ধারিত সময়ের চেয়ে এক মাস বাড়াল বিমা নিয়ামক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)। যে সমস্ত জীবন বিমা গ্রাহকদের প্রিমিয়াম দেওয়ার সময় মার্চ এবং এপ্রিল মাসে পড়েছে, তাঁদের এই অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে গোটা দেশে লকডাউন শুরু হওয়ার কারণেই জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার সময়সীমা বাড়িয়েছে আইআরডিএআই


ইতিমধ্যেই স্বাস্থ্যবিমা এবং মোটর থার্ড পার্টি বিমার ক্ষেত্রে অতিরিক্ত সময় দিয়েছে নিয়ামক সংস্থাটি। জীবন বিমার গ্রাহক এবং লাইফ ইনসিওরেন্স কাউন্সিলের পাঠানো আবেদনের ভিত্তিতে প্রিমিয়াম মেটানোর সময়সীমা ৩০ দিন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউন এবং সামাজিক ব্যবধান সংক্রান্ত পরামর্শকে মান্যতা দিতে গিয়ে প্রিমিয়াম জমার ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলে বিমা গ্রাহক এবং বিমা সংস্থাগুলির সংগঠন অভিযোগ জানানোর পরেই অতিরিক্ত সময় দেওয়ার কথা বিবেচনা করা হয়

এর পাশাপাশি, যে সমস্ত ইউনিট লিঙ্কড পলিসি ৩১ মার্চ ম্যাচিওর করছে এবং গচ্ছিত আমানতের সর্বশেষ মূল্যায়ন যা দাঁড়িয়েছে তা একবারে মেটানোর প্রক্রিয়া সংশ্লিষ্ট বিমা সংস্থা নিয়ম অনুযায়ী শুরু করতে পারে বলেও জানিয়েছে নিয়ামক সংস্থাটি। কোনও বিমার ক্ষেত্রে ওয়ান টাইম সেটলমেন্টের বিকল্প না থাকলেও সে ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করে এক বারে গ্রাহকের টাকা মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছে আইআরডিএআই



তবে, ইউনিট লিঙ্কড বিমা প্রকল্পের ফান্ড ভ্যালু প্রতিদিন বদলায়। এর ফলে এককালীন টাকা তুলতে গেলে তাঁর কী লাভ বা ক্ষতি হতে পারে সে সম্পর্কে সংশ্লিষ্ট বিমাকারীকে জানাতে বাধ্য থাকবে বিমা সংস্থা, নির্দেশিকায় জানানো হয়েছে


Official link- https://licindia.in/

সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান

Whatsapp Group- AET Support Team 1- 👉

Whatsapp Group- AET Support Team 2- 👉

Whatsapp Group- AET Community- 👉


এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন