ESI চিকিৎসার সুযোগ ৩০ জুন পর্যন্ত



কন্ট্রিবিউশনের অর্থ জমা না হলেও

ESI চিকিৎসার সুযোগ ৩০ জুন পর্যন্ত


প্রদেয় অর্থ (কন্ট্রিবিউশন) জমা না দিলেও আওতাভুক্ত শারীরিক প্রতিবন্ধী এবং অবসরপ্রাপ্তরা এবার ESI এ চিকিৎসার সুযোগ পাবেন। করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশজোড়া লকডাউনের সময় তাঁদের এই সংক্রান্ত মেডিক্যাল কার্ডের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শ্রমমন্ত্রক।


আর তারপরেই দেশের প্রত্যেকটি ESI হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি (No. N-11/14/Misc./2018-Bft. II) লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) অন্যতম অধিকর্তা এ এন প্রসাদ। সরকারি সূত্রের খবর, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৬০ লক্ষ অবসরপ্রাপ্ত ESI গ্রাহক উপকৃত হতে চলেছেন। যদিও সংশ্লিষ্ট চিঠিতে এও বলা হয়েছে, লকডাউনের পর যাবতীয় পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রদেয় অর্থ মিটিয়ে দিতে হবে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ESI র অধীনে থাকা শারীরিক প্রতিবন্ধী এবং অবসরপ্রাপ্তদের


কর্মচারী রাজ্য বিমা নিগম সূত্রে জানা যাচ্ছে, অনেক সময় স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার কারণে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীরা আর কাজ করতে পারেন না। কর্মরত না থাকলে তাঁদের পক্ষে ESI র মতো সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির পরিষেবা পাওয়াও সম্ভব নয়। কিন্তু ESIC র নিয়মমতো এহেন পরিস্থিতিতে মাসে ১০ টাকা কন্ট্রিবিউশনের নিরিখে বার্ষিক ১২০ টাকা করে প্রদেয় অর্থের ভিত্তিতে তাঁরা ESI র চিকিৎসা পরিষেবা পেতে পারেন। এক্ষেত্রে তাঁদের জন্য মেডিক্যাল বেনিফিট কার্ড ইস্যু করা হয়। ESIC র একজন অবসরপ্রাপ্ত গ্রাহকের জন্যও নিয়মটি একই। কিন্তু কন্ট্রিবিউশন জমা না দিলে মেডিক্যাল বেনিফিট কার্ডের নবীকরণ হয় না। বর্তমান পরিস্থিতিতে সেই নিয়মেই সাময়িক পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার

সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান

Whatsapp Group- AET Support Team 1- 👉

Whatsapp Group- AET Support Team 2- 👉

Whatsapp Group- AET Community- 👉

এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন