ভুয়ো তথ্য ছড়ানো রুখতে উদ্যোগ
হোয়াটসঅ্যাপের
করোনা সংক্রমণের মধ্যে মানুষের আতঙ্ক আরও বাড়াচ্ছে সোশ্যাল
মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও তথ্য। লকডাউনে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ যখন গৃহবন্দি, তখন করোনা ও লকডাউন সংক্রান্ত গুজব বহু দেশের কাছেই মাথাব্যথার কারণ হয়ে
দাঁড়িয়েছে। এবার তা রুখতে সক্রিয় হল হোয়াটসঅ্যাপ।
সংস্থার পক্ষ থেকে
জানানো হয়েছে, এখন থেকে একাধিকবার ফরওয়ার্ড করা বার্তা
একবার একজনকেই পাঠানো যাবে। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ তাদের ব্লগে জানায়, ‘ফরওয়ার্ড করা বার্তার সংখ্যা ইদানীং বিপুল বেড়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে।
অনেকেই এ বিষয়ে চিন্তিত।’ লকডাউন চলাকালীন হোয়াটসঅ্যাপ মারফত অনেকেই আইসোলেশনে
থাকা নিকটজনের সঙ্গে কথা বলছেন। অথবা জরুরি প্রয়োজনে ডাক্তার, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছেন। এই পরিস্থিতিতে ভুয়ো তথ্য আটকাতে আরও একধাপ
এগিয়ে একটি নতুন বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে সংস্থাটি। জানা গিয়েছে, ফরওয়ার্ড হয়ে আসা বার্তার তলায় আতসকাচের চিহ্ন দেওয়ার চিন্তাভাবনা করছে
কর্তৃপক্ষ। সেই চিহ্নে ক্লিক করলেই ওয়েব ব্রাউজার খুলে যাবে, যেখানে মেসেজের সত্যতা সেই মুহূর্তেই যাচাই করার সুযোগ মিলবে।
তবে, এই
বিষয়টি এখনও পরীক্ষার স্তরেই রয়েছে।
Whatsapp Group- AET Support Team 1- 👉
Whatsapp Group- AET Support Team 2- 👉
Whatsapp Group- AET Community- 👉
শুধু গুজব আটকানোই নয়, হোয়াটসঅ্যাপ
জানিয়েছে, ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বহু সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ২০টিরও বেশি দেশের
স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাতে করোনা সংক্রান্ত সমস্ত সঠিক
তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ভারত সরকারও ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের সঙ্গে যৌথ
উদ্যোগে ‘মাইগভ করোনা হেল্পডেস্ক’ নামে একটি চ্যাটবট চালু করেছে। যেখানে করোনা
সংক্রান্ত সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর মিলছে।
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
Whatsapp Group- AET Support Team 2- 👉
Whatsapp Group- AET Community- 👉
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে
দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।