টিডিএস ফর্ম জমা
দেওয়ার সময়সীমা তিন মাস বাড়াল আয়কর দপ্তর
করোনাভাইরাসের ফলে লকডাউনের জের। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার আয়কর দপ্তর বর্তমান
অর্থবর্ষের জন্য ১৫জি
(15G) এবং ১৫এইচ (15H) ফর্ম জমা দেওয়ার সময়সীমা তিন মাস পর্যন্ত
বাড়িয়ে দিল
ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা TDS না কাটানোর জন্য যাঁরা ২০১৯–২০২০ অর্থবর্ষে ১৫জি (15G), ১৫এইচ (15H) ফর্ম
ব্যাঙ্কে জমা দিয়েছিলেন, তাঁদের আর বর্তমান অর্থবর্ষের ৩০ জুন পর্যন্ত ওই দুটি ফর্ম জমা দিতে হবে না।
পুরনো ফর্ম ৩০ জুন পর্যন্ত বৈধ থাকবে। ১৫এইচ (15H) ফর্ম বৃদ্ধদের জন্য এবং ১৫জি (15G) ফর্ম সেই সব মানুষদের জন্য যাদের রোজগার আয়করের আওতায় পড়ে না
এছাড়া সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা CBDT আরও বলেছে যে, যাঁরা
আয়করের আওতায় পড়েন না, তাঁরা আয়কর দপ্তরে TDS বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বা TCS–এ এব্যাপারে যে আবেদনপত্র জমা দিয়েছিলেন
গত অর্থবর্ষে, তাঁরা অ্যাসেসিং অফিসারকে ই–মেলের মাধ্যমে
ওই ফর্ম পাঠাতে পারবেন। ২৭ তারিখের মধ্যে অফিসারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন
ছেড়ে দিতে হবে। যাতে করদাতাকে অতিরিক্ত কর না দিতে হয়
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের
হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
Whatsapp Group- AET Support Team 2- 👉
Whatsapp Group- AET Community- 👉
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে
দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।