সংক্রমণ আটকাতে
ব্যবহারকারীদের লোকেশন ডেটা প্রকাশ করবে গুগল
করোনা ঠেকাতে সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাত্ সামাজিক দূরত্ব বজায়
রাখার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশের প্রশাসন। কিন্তু অনেকেই তা মানছেন না। ফলে
পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই অবস্থায় প্রশাসনকে প্রযুক্তিগত
সহায়তা করতে এগিয়ে এল গুগল। গোটা বিষয়ে সরকার যাতে নজরদারি চালাতে পারে, তা নিশ্চিত করতে এবার ব্যবহারকারীদের লোকেশন
ডেটা প্রকাশ করবে এই সংস্থা । এক্ষেত্রে, এক জায়গায় বেশি
মনুষ জড়ো হলেই সেই তথ্য বিশেষ একটি ওয়েবসাইটে পাওয়া যাবে। শুক্রবার থেকে ১৩১টি
দেশের প্রশাসন চাইলে এই সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবে। সংস্থার ব্লগে এই
পরিষেবার কথা জানানো হয়েছে।
তবে এক্ষেত্রে কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না বলেও
আশ্বস্ত করেছে গুগল। নতুন এই ফিচার প্রসঙ্গে গুগল ম্যাপের প্রধান এবং সংস্থার
মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের আশা, ওই ওয়েবসাইট থেকে প্রাপ্ত
রিপোর্টের ভিত্তিতে করোনা ভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। অন্যদিকে,
করোনা নিয়ে ভুয়ো খবর ঠেকাতে তত্পর হল গুগল। এই সংক্রান্ত খবরের
সত্যতা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৬৫ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৪৯ কোটি
টাকা খরচ করবে তারা। ব্লগে পোস্ট করে একথা জানিয়েছে সংস্থা।
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
এই বিষয়টি যদি আপনি
সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।