রেশন গ্রাহকরা বিভিন্ন
শ্রেণীর হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে
রেশনের মাধ্যমে গ্ৰাহকদের দেওয়া খাদ্যসামগ্ৰী
দেওয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্য নিয়েই মূলত রেশন দোকানে কিছু
গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এনিয়ে কোথাও কোথাও অশান্তি হয়েছে। খাদ্য
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন শ্রেণীর গ্রাহক কী পাবেন তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।
PHH, SPHH শ্রেণীর গ্রাহকরা বিনা
পয়সায় মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল-গম পাবেন।
AAY গ্রাহকদের ক্ষেত্রে
পরিবারপিছু মাসে বিনামূল্যে বরাদ্দ ৩৫ কেজি খাদ্য।
রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প এক নম্বর (RKSY-I)-এর গ্রাহকরাও মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্য বিনা পয়সায় পাবেন।
কিন্তু, দুই নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের (RKSY-II) গ্রাহকদের খাদ্যশস্য কিনতে হবে।
কিন্তু, দুই নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের (RKSY-II) গ্রাহকদের খাদ্যশস্য কিনতে হবে।
এই শ্রেণীর গ্রাহকরা মাথাপিছু মাসে এক কেজি করে
চাল ১৩ টাকায় ও এক কেজি করে গম ৯ টাকা দরে পাবেন।
বিনা পয়সায় খাদ্য পাওয়া রেশন গ্রাহকের
সংখ্যা এখন প্রায় আট কোটির কাছাকাছি। সেখানে RKSY-II প্রকল্পের গ্রাহক সংখ্যা দেড় কোটির
কাছাকাছি। খাদ্য দপ্তর ও রেশন ডিলারদের সূত্রে জানা গিয়েছে, RKSY-II কার্ড থাকা অনেক গ্রাহক দোকানে গিয়ে বিনা পয়সায় চাল-গমের দাবি করছেন।
যাঁদের নামে স্মার্ট কার্ড ইস্যু হয়েছে, অথচ, তাঁরা
হাতে পাননি, তাঁদের জন্যই এই অস্থায়ী কুপন বিশেষভাবে বণ্টন
করা হবে। যার সংখ্যা প্রায় ২ লক্ষ ৭২ হাজার। এই কুপন দেখালেই তাঁরা রেশন দোকান
থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। আজ, শুক্রবার থেকে এই
কুপন বরো অফিস থেকে বিলি করা হবে বলে পুরসভা সূত্রের খবর।
জেনেনিন কোন কার্ডে কত কেজি চাল, গম/আটা পাবেন
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
এই বিষয়টি যদি
আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।