পাশ করিয়ে দিতে সিবিএসইকে নির্দেশ



পাশ করিয়ে দিতে সিবিএসইকে নির্দেশ



লকডাউনের জেরে বন্ধ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত পড়ুয়াকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সিবিএসই। এদিন বোর্ডকে এই সুপারিশ করেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’। তিনি ট্যুইটারে জানান, ‘কোভিড-১৯ নিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত সমস্ত পড়ুয়াকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ অথবা গ্রেড দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি।’ পাশাপাশি, মন্ত্রীর দাবি মেনে নবম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলের দেওয়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক, ক্লাস টেস্ট এবং অন্যান্য পরীক্ষার ফলাফল বিচার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ও গ্রেড দেওয়ার কথা জানিয়েছে সিবিএসই। এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর শুধুমাত্র ২৯টি প্রধান বিষয়ের পরীক্ষা নেওয়ার হবে বলেও জানানো হয়েছে। কারণ পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই পরীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।




সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান





এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।