লকডাউনের মধ্যেও স্বস্তি আয়কর জমা দেওয়ার সময় সীমা বাড়ল


লকডাউনের মধ্যেও স্বস্তি করদাতাদের ও বাড়ানো হল আয়কর জমা দেওয়ার সময় সীমা

লকডাউনের মধ্যেও সুখবর আয়করদাতাদের। ৫ লাখ টাকা পর্যন্ত যাঁরা ট্যাক্স রিফান্ড পাবেন তাদের তাঁরা শীঘ্রই ওই টাকা পেয়ে যাবেন। এমনটাই ঘোষণা করল অর্থ মন্ত্রক

দেশজুড়ে কোভিড–১৯ মহামারী  জনিত পরিস্থিতিতে ব্যবসায়ী এবং ব্যক্তিগত করদাতাদের সুবিধে দেবার জন্য আয়কর দপ্তর উদ্যোগ নিয়েছে। সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরৎযোগ্য অর্থ আয়কর দপ্তর, করদাতাদের দ্রুত ফিরিয়ে দেবে। এর ফলে ১৪ লক্ষ করদাতা উপকৃত হবেন। 
পণ্য পরিষেবা কর এবং সীমাশুল্কের ক্ষেত্রেও যাদের টাকা ফেরৎ পাওয়া এখনও বাকি আছে, আয়কর দপ্তর, তাদের  সেই টাকাও অবিলম্বে ফিরিয়ে দেবে। এর ফলে, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী সহ প্রায় ১ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হবে। আয়কর দপ্তর থেকে এ বাবদ প্রায় ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে। 

উল্লেখ্য, করোনার তৈরি হওয়া অচলাবলবস্থার কথা মাথায় রেখে এবছর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। দেরিতে আয়কর জমা দেওয়ার জন্য সুদের হার কম করা হয়েছে। দেরিতে কর জমা দিলে যেখানে ১২ শতাংশ সুদ দিতে হতো তা কমিয়ে করা হয়েছে ৯ শতাংশ
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান


Whatsapp Group- AET Support Team 1- 👉

Whatsapp Group- AET Support Team 2- 👉

Whatsapp Group- AET Support Team 3- 👉

এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন