রাজ্য সরকার প্রকাশ করল রাজ্যে ভলান্টিয়ার নেওয়ার বিজ্ঞপ্তি
বর্তমান পরিস্থিতিতে দাড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য
সরকার রাজ্যে ভলান্টিয়ার নেওয়ার জন্য আবেদন পত্র প্রকাশ করল। গত দিনের ভিডিও এবং পোস্টে
শুধুমাত্র একটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, কিন্তু এখন প্রকাশিত হল
আবেদন পত্র।
আবেদন পত্র টি কিভাবে ফিলাপ করতে হবে তার
সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওতে ই আলোচনা করা হয়েছে,
কি কি ডকুমেন্ট দিতে হবে ও কোথায় কিভাবে জমা করতে হবে।
আবেদনের সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ টি আমি নীচে
দিয়ে দিলাম, আপনারা আগে ভালো করে দেখে ও পড়ে নিয়ে তারপরে ফর্ম ফিলাপ করুন।
------অফিসিয়াল
নোটিশ-------
----ফর্ম
ডাউনলোড করুন নীচের লিঙ্ক থেকে----
পূর্বের
ভিডিও দেখুন
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
ফর্ম ফিলাপের সম্পূর্ণ ভিডিওটি নীচে দেওয়া হল
অ্যাপ্লিকেশন ফর্ম
কিভাবে স্ক্যান করবেন, কিভাবে সাজাবেন ও কিভাবে মেইল করবেন- বিশদে জানতে চাইলে নীচের
ভিডিওতে এক্ষুনি ক্লিক করুন
এই আবেদন পত্র জমা
করার জন্য নীচের মেইল আইডি তে নথি সহযোগে মেইল করুন
covid19volunteers.wb@gmail.com