আজ থেকে রাজ্যে রেশনে
বিনা পয়সায় চাল-গম দেওয়া শুরু
আজ বুধবার থেকে গোটা রাজ্যে রেশন
ব্যবস্থার মাধ্যমে বিনা পয়সায় চাল ও গম দেওয়ার কাজ শুরু হচ্ছে। জাতীয় খাদ্য
সুরক্ষা প্রকল্প ও রাজ্য খাদ্য সুরক্ষা
প্রকল্পের (১) আওতায় থাকা প্রায় ৭ কোটি ৮৮ লক্ষ রেশন গ্রাহক মাসে মাথাপিছু পাঁচ
কেজি করে খাদ্যসামগ্রী পাবেন। রেশন কার্ড পাননি বা নেই, এমন
বেশ কয়েক লক্ষ মানুষকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিনা
পয়সায় চাল ও গম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ঠিক হয়েছে, ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়ার রেশন কার্ডের জন্য আবেদন করলেও যাঁরা এখনও হাতে কার্ড পাননি, কিন্তু কার্ড অনুমোদন হয়ে গিয়েছে, তাঁরা ফুড কুপন পাবেন। একইসঙ্গে জানানো হয়েছে, বুধবার থেকে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত রাজ্যের সব রেশন দোকান খোলা থাকবে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, কুপন প্রাপকরা আগামী ৭-১০ এপ্রিল থেকে রেশন দোকানে গেলে বিনা পয়সায় সমপরিমাণ চাল-গম পাবেন। মানুষের কাছে আমাদের আবেদন, স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে খাদ্য সংগ্রহ করুন। তাড়াহুড়োর প্রয়োজন নেই। পর্যাপ্ত খাদ্য আছে। সবাইকেই দেওয়া হবে। কুপনের বাইরে রেশন কার্ড নেই, এমন গরিব মানুষদের জি আর (জেনারেল রিলিফ) হিসেবে মাসে পাঁচ কেজি করে চাল দেবে খাদ্য দপ্তর। তা প্রশাসনের মাধ্যমে বিলি করা হবে। জি আর হিসেবে প্রায় ২০ লক্ষ মানুষকে চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দপ্তর।এই প্রাপকদের তালিকায় পরিযায়ী শ্রমিকরা থাকবেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদন করলেও এখনও
হাতে রেশন কার্ড পাননি, এমন প্রায় ১৬ লক্ষ লোক রয়েছেন।
কলকাতা পুরসভা এলাকায় এই সংখ্যা প্রায় ২ লক্ষ ৬৩ হাজার। ডাক ব্যবস্থার মাধ্যমে
আবেদনকারীদের বাড়িতে রেশন কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখন লকডাউন চলায় এই কাজ
থমকে গিয়েছে। যে ফুড কুপন দেওয়া হবে, তাতে গ্ৰাহকের নাম
ও কার্ডের নম্বর উল্লেখ করা থাকবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে পুরসভার
মাধ্যমে কুপন বিলি করা হবে। রেশনে খাদ্যসামগ্রী দেওয়া নিয়ে মঙ্গলবার দুপুরে
খাদ্য ভবনে বিশেষ বৈঠক হয়। ২ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড থাকলে
অবশ্য যথারীতি আগের মতো এক কেজি করে চাল ও গম যথাক্রমে ১৩ টাকা এবং ৯ টাকা দরে
কিনতে হবে। এই কার্ডের গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ। জানা গিয়েছে,
অন্ত্যোদয় প্রকল্পের রেশন গ্রাহকদের মাথাপিছু আরও পাঁচ কেজি করে
খাদ্যশস্য বিনা পয়সায় দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।
সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান
তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করে নিন।