দেশের গরীব ও করোনা চিকিৎসায় জড়িত স্বাস্থ্য কর্মীদের পাশে কেন্দ্রীয় সরকার


লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিবের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ৫০ লক্ষের বিমা

করোনার জেরে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, দরিদ্র ও দিনমজুরদের লক্ষ্য রেখে প্যাকেজ। লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের কাছে সাহায্য পৌঁছনো জরুরি। পাশাপাশি, একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য । এক ঝলকে দেখে নেওয়া যাক কেন্দ্রের ঘোষণা----



ü করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার বিমা।
ü ৮০ কোটি গরিবের জন্য প্রধানমন্ত্রী অন্ন যোজনা। যাতে কোনও গরিব অভুক্ত না থাকেন।
ü এই আওতায় আগামী ৩ মাসের জন্য বাড়তি ৫ কেজি করে চাল-আটা ও ১ কেজি করে ডাল।
ü ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা।
ü ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা বাড়িয়ে করা হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।
ü ৩ কোটি প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য অর্থ সাহায্য। এককালীন দু কিস্তিতে দেওয়া হবে ১ হাজার টাকা।
ü মহিলাদের জনধন অ্যাকাউন্টে দেওয়া হবে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা।
ü উজ্জ্বলা গ্রাহকদের প্রথম ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার।
ü মাসিক ১৫ হাজারের কম বেতনভুক্ত কর্মচারিদের পিএফ আগামী ৩ মাস জমা দেবে কেন্দ্র।
ü ১০০-র কম কর্মচারি আছে, এমন সংস্থার কর্মচারিদের পিএফ দেবে কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক।
ü নির্মাণকর্মীদের ওয়েলফেয়ার ফান্ডে ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ।


এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।



Post a Comment

0 Comments