মাধ্যমিকের উত্তরপত্রে পুরো নম্বর না দিলে কারণ লিখতে হবে পরীক্ষকদের


মাধ্যমিকের উত্তরপত্রে পুরো নম্বর না দিলে কারণ লিখতে হবে পরীক্ষকদের
নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র দেখা নিয়ে পরীক্ষকদের দায়িত্ব আরও বাড়ল। খাতা দেখার সময় কোনও প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বরের চেয়ে কম নম্বর দেওয়া হলে, এবার তার কারণ লিখতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে খাতা দেখার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে শিক্ষকদের। অন্যদিকে, এই নির্দেশের ফলে পরীক্ষার্থীদের নম্বর নিয়ে অভিযোগ জানানোর প্রবণতা কমবে। বোর্ডকেও বিড়ম্বনায় পড়তে হবে না। তবে বাস্তবে এই নির্দেশ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।


ধরা যাক, একটি প্রশ্নে ৫ নম্বর রয়েছে। পরীক্ষার্থীদের উত্তর মূল্যায়ন করে পরীক্ষক তাতে ৩ কিংবা ৪ দিলেন। কেন পুরো নম্বর দেওয়া হল না, তার কারণ সেই প্রশ্নের পাশে লিখে দিতে হবে। অতি সংক্ষেপে তা লিখতে হবে। যেমন উত্তরে ধোঁয়াশা রয়েছে বা অসম্পূর্ণ উত্তর ইত্যাদি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই মাধ্যমিকের উত্তরপত্র পরীক্ষকদের বিতরণ করা হয়েছে। সেই সময়ই এই নির্দেশ তাঁদের দেওয়া হয়েছে। পর্ষদের বক্তব্য, পূর্বে দেখা গিয়েছে, খাতা দেখা নিয়ে নানা সময় কম-বেশি অভিযোগ উঠেছে। কখনও আবার পড়ুয়ারা আরটিআই করে খাতা দেখতে চায়। তাদের ধারণা, যে নম্বর দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি পাওয়া উচিত ছিল। অনেক মামলাও হয়েছে এসব নিয়ে। তাই এসব ঝঞ্ঝাট এড়াতে পরীক্ষকদের দায়িত্ব বৃদ্ধি করা হল।




নয়া নির্দেশ অনুযায়ী, উত্তরের পাশে কারণ লেখা থাকলে, পরে যদি কোনও পরীক্ষার্থী চ্যালেঞ্জ করে, তাহলে সেটা বোর্ড সরাসরি তাদের জানিয়ে দিতে পারবে। কিন্তু, অন্য একটি বিষয় নিয়েও চিন্তিত শিক্ষকরা। তাঁরা জানান, এবার এমনিতেই খাতা জমা দেওয়ার সময় তিন থেকে কমিয়ে দু’দিন করা হয়েছে। সেক্ষেত্রে খাতা দেখার পর কেন কম নম্বর দেওয়া হল, তার কারণ লিখতে গেলে কিছুটা বাড়তি সময় লেগেই যাবে। এর ফলে খাতা জমা দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে পারেন শিক্ষকরা। সেক্ষেত্রে, ঠিকমতো খাতা দেখা হল কি না, তা নিয়েও একটা সংশয় থেকেই যাচ্ছে। এদিকে, আরও একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষকদের। সেটা হল, প্রতিটি প্রশ্নের উত্তরের সঙ্গে নম্বর দিতে হবে। অর্থাৎ, একটি প্রশ্নের যদি একাধিক বিভাগ থাকে, তাহলে প্রতিটির পাশে নম্বর লিখতে হবে। আগে পরীক্ষকরা সব মিলিয়ে নম্বর একবারে দিতেন। তা এবার করা যাবে না। এ নিয়ে শিক্ষামহলের বক্তব্য, এটা শিক্ষকদের উপর বাড়তি চাপ দেওয়া ছাড়া কিছু নয়। পর্ষদের উচিত ছিল, খাতা দেখার সময়সীমা আরও একদিন বাড়ানো।



এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।




Post a Comment

0 Comments